ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

মেলায় শোবিজ তারকাদের বই

মেলায় শোবিজ তারকাদের বই

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২০ ফেব্রুয়ারি ২০২০ | ০১:১৪ | আপডেট: ২০ ফেব্রুয়ারি ২০২০ | ০১:২৪

প্রতিবারের মতো এবারও বইমেলায় শোবিজ তারকাদের লেখা বই প্রকাশ হয়েছে। প্রিয় তারকাদের প্রকাশিত সেসব বই পাঠকের মাঝে তৈরি করেছে আগ্রহ। জনপ্রিয় অভিনয়শিল্পী, পরিচালক ও নাট্যকার আবুল হায়াত এবারের বইমেলায় তিনটি বই প্রকাশ করেছেন। বইগুলো হচ্ছে- 'টাইম ব্যাংক', 'আষাঢ়ে' এবং 'প্রিয় অপ্রিয়'। প্রথম দুটি গল্পের বই, পরেরটি নাটকের সংকলন। আবুল হায়াত বলেন, নিজেকে লেখক ভাবতে পারি না আমি। তবুও লিখে যাই। পাঠক পড়ে। সেটা দেখে শান্তি লাগে।

মেলায় পপসম্রাট আজম খানকে নিয়ে বই লিখেছেন 'মেলায় যাই রে' গানের কিংবদন্তি গায়ক মাকসুদুল হক। বইটি ইংরেজিতে লিখেছেন তিনি। যার নাম 'হিস্ট্রি অব বাংলাদেশ রক :দ্য লিগেসি অব আজম খান'। বইটির বাংলা ভার্সনও পাওয়া যাচ্ছে; বাংলায় অনুবাদ হয়ে 'বাংলাদেশের রকগাথা : আজম খানের উত্তরাধিকার' নামে প্রকাশ হয়েছে। অনুবাদ করেছেন কবি ও অনুবাদক তানভীর হোসেন। বইটি প্রথম সপ্তাহ থেকে চন্দ্রবিন্দু প্রকাশনের (বুকিশ পাবলিকেশন্সের পরিবেশক) স্টলে পাওয়া যায়।

বাংলা গানের দরাজ কণ্ঠের গায়ক আসিফ আকবর। প্রথমবারের মতো মেলায় বই প্রকাশ করেছেন তিনি। বইটির নাম 'পোটকরা টু ম্যানহাটন'। আসিফের লেখা বইটি বাজারে নিয়ে এসেছে অন্যধারা প্রকাশনী। তিনি বলেন, এটি আমার স্বপ্নের বাস্তবায়ন। বইটির মাধ্যমে আমার চোখে দেখা অভিজ্ঞতাগুলো পাঠকদের জানাতে চেয়েছি কেবল।
জনপ্রিয় গীতিকবি লতিফুল ইসলাম শিবলী 'রাখাল' নামে একটি বই প্রকাশ করেছেন। তিনি জানান, ইতিহাসের নানা উপকরণ থেকে এই উপন্যাসে চিত্রিত হয়েছে একটি সত্যিকারের ঘটনা। আমি পাঠক তৈরি করতে করতে এগোচ্ছি।

এবারের বইমেলার অন্যতম আকর্ষণ হচ্ছে অভিনেতা, গীতিকার ও কবি মারজুক রাসেলের নতুন বই। এর আগে বিভিন্ন সময়ে মারজুক রাসেলের চারটি কাব্যগ্রন্থ প্রকাশিত হলেও দীর্ঘ ১৫ বছর নতুন কোনো বই আসেনি। অবশেষে মেলায় প্রকাশ করেছে নতুন কবিতার বই 'দেহবণ্টন বিষয়ক দ্বিপক্ষীয় চুক্তি স্বাক্ষর'। বইটি প্রকাশ করেছে বায়ান্ন প্রকাশনী। প্রথমবার লেখক হিসেবে আত্মপ্রকাশ করেছেন নাট্যকার, অভিনেত্রী ও নির্দেশক নাজনীন হাসান চুমকী। প্রকাশিত হয়েছে তার প্রথম গল্পের বই 'বিনীতা'। তিনি বলেন, নাটক লিখছি অনেক দিন ধরেই। গল্পের বইয়ের পরিচিতিতে বিনোদন অঙ্গনের পরিচয়টা তুলে ধরিনি। পাঠক তারকা নয়, লেখক চুমকীর বইটি পড়ুক।

নারীর মনস্তাত্ত্বিকতার গল্প নিয়ে বই প্রকাশ করেছেন সংগীতশিল্পী পুতুল। এটি তার প্রথম বই নয়; এর আগেও বেশ কয়েকটি বই প্রকাশিত হয়েছে। মেলায় প্রকাশ পাওয়া বইটির নাম 'কালো গোলাপের ভিতর থেকে উৎসারিত আলোবৃত্তান্ত'। প্রকাশ করেছে তাম্রলিপি প্রকাশনী।

ছোটপর্দার অভিনেত্রী শানারেই দেবী শানু আগে কবিতার বই প্রকাশ করলেও এবার প্রথম এসেছে উপন্যাস। বইয়ের নাম 'লিপস্টিক'। এ ছাড়া একটি কবিতার বইও এসেছে, নাম 'প্রিয়তম মেঘ'। পাঠকের সঙ্গে সাক্ষাৎ করতে সময় পেলেই মেলায় যাচ্ছেন শানু। এতে অন্যরকম এক ভালো লাগার অনূভূতি কাজ করছে বলে জানান তিনি। বইমেলায় প্রয়াত ব্যান্ড তারকা আইয়ুব বাচ্চুকে উৎসর্গ করে 'নামহীন' নামে একটি বই প্রকাশ করেছেন গীতিকবি জাহিদ আকবর। এটি তার তৃতীয় বই। প্রিয়মুখ প্রকাশনী থেকে প্রকাশিত হয়েছে বইটি। জাহিদ আকবর বলেন, আমার ভেতরে যখন গল্প জমা হয়, তখনই সেই গল্প বলতে লিখতে বসি। না লিখলে অস্থির লাগে। 'নামহীন' উপন্যাসে সেই গল্পটি বলেছি। আমার দেখা কিছু চেনা, অচেনা মানুষ উঠে এসেছে চরিত্রগুলোতে। একটি গল্প বলার জন্যই আমার লেখা।

এ ছাড়া কণ্ঠশিল্পী লুইপা, লুৎফর হাসান, অভিনেত্রী প্রিয়া আমান ও শম্পা হাসনাইনও বই প্রকাশ করেছেন।

আরও পড়ুন

×