স্বপ্ন এবার আকাশ ছোঁয়ার

.
রাজিয়া আক্তার
প্রকাশ: ০৮ ডিসেম্বর ২০২৪ | ২২:৪২
ক্যারিয়ার হিসেবে ইঞ্জিনিয়ারিং অন্যতম একটি পেশা। কম্পিউটার ইঞ্জিনিয়ারিং, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং, সিভিল ইঞ্জিনিয়ারিং, আর্কিটেকচার ইঞ্জিনিয়ারিং সবার কাছে পরিচিত হলেও অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং বা বিমান ইঞ্জিনিয়ারিং অপেক্ষাকৃত সবার কাছে নতুন বিষয়। এইচএসসি পাসের পর সবার চিন্তা থাকে ভালো ইউনিভার্সিটিতে ভর্তি, সঙ্গে ভালো বিষয়ে পড়ে ভবিষ্যতে ভালো কিছু করা।
কিন্তু আমরা যদি গতানুগতিক বিষয়ে না পড়ে একটু যুগের চাহিদার দিকে লক্ষ্য করে নতুন বিষয়ে পড়ি তবে কেমন হয় এভিয়েশন ইঞ্জিনিয়ারিং, তেমনি একটি বিষয়। এসএসসি, এইচএসসি অথবা ও লেভেল বা এ লেভেল পাস করেই যে কোনো ছাত্রছাত্রী দেশে শুরু করতে পারেন বিমান প্রকৌশল বিষয়ে পড়াশোনা। এ বিষয়ে ডিগ্রি নিয়ে নিজেকে গড়ে তোলা যায় একজন বিমান প্রকৌশলী হিসেবে। দেশ-বিদেশের এয়ারলাইন্সে মেইনটেন্যান্স কিংবা ম্যানুফ্যাকচারিং সংস্থায় প্রকৌশলী হিসেবে কাজ করার রয়েছে অফুরন্ত সুযোগ। বর্তমানে বিশ্বজুড়ে ৫৫১০টিরও বেশি এয়ারলাইন্স কোম্পানিতে সারা বছর রয়েছে বিমান প্রকৌশলীদের জন্য কাজ করার আকর্ষণীয় অফার।
বাংলাদেশসহ বিশ্বের যে কোনো এয়ারলাইন্সে বিমান প্রকৌশল, বিমান চলাচল ও ব্যবস্থাপনা সংশ্লিষ্ট পেশায় কর্মকর্তারা সম্মানজনক পদ ও আকর্ষণীয় বেতনে কাজ করছেন। বর্তমানে এই বিষয়ে পড়াশোনা করাচ্ছে ইউনাইটেড কলেজ অব এভিয়েশন সায়েন্স অ্যান্ড ম্যানেজমেন্ট। উড়োজাহাজ প্রকৌশল বিষয়ে যুক্তরাজ্যের শিক্ষা বোর্ড বিটিইসি এডেক্সেল অনুমোদিত অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং, এভিয়েশন ম্যানেজমেন্টসহ এয়ারলাইন্স সংশ্নিষ্ট বিভিন্ন ধরনের কোর্স পরিচালনা করে আসছে এই প্রতিষ্ঠান। কোর্সের মেয়াদ ৩ বছর (২ বছর বাংলাদেশ+১ বছর ইউ.কে) এইচএসসি বা এ লেভেল পাসের মাত্র ৩ বছরেই বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি অর্জন করা যায়। ক্রেডিট ট্রান্সফারের মাধ্যমে লেভেল-৬ বা ব্যাচেলর ডিগ্রি অর্জনের সুযোগ রয়েছে বিদেশি নামিদামি বিশ্ববিদ্যালয়ে। এমনকি এ বিষয়ে মাস্টার্স ও ডক্টরেট ডিগ্রিও নেওয়া সম্ভব।
ভর্তির যোগ্যতা : এইচএসসি বা সমমান বিজ্ঞান বিভাগে কমপক্ষে জিপিএ ৩.৫০।
বিস্তারিত জানতে : সেক্টর-৩, রোড-৪,
বাড়ি-১৬, উত্তরা, ঢাকা।
www.uca.edu.bd v
- বিষয় :
- স্বপ্ন