ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

বছরজুড়ে সফলতা

বছরজুড়ে সফলতা

প্রতীকী ছবি

সমকাল ডেস্ক

প্রকাশ: ২৯ ডিসেম্বর ২০২৪ | ২৩:১৮

জেসিআই বাংলাদেশ ডিবেটিং দলের বিশ্বজয় 

জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল (জেসিআই) বাংলাদেশ ডিবেটিং দল ইতিহাস গড়েছে। প্রথমবারের মতো জেসিআই ওয়ার্ল্ড ডিবেটিং চ্যাম্পিয়নশিপ শিরোপা জয় করে। 
তাইওয়ানের তাওয়ুয়ানে অনুষ্ঠিত জেসিআই ওয়ার্ল্ড কংগ্রেস, ২০২৪-এ বাংলাদেশ এই গৌরব অর্জন করে। এ বছর বাংলাদেশ দল এশিয়া প্যাসিফিক অঞ্চলের প্রতিনিধিত্ব করে, যেটি জুন ২০২৪-এ কম্বোডিয়ার সিয়েম রিপে অনুষ্ঠিত এশিয়া প্যাসিফিক ডিবেট চ্যাম্পিয়নশিপে বিজয়ী হয়েছিল। এটি বাংলাদেশের জন্য প্রথম এবং ২০১৮ সালের পর এশিয়া প্যাসিফিকের দ্বিতীয় বিজয়। জয়ী দলের সদস্যরা ছিলেন জেসিআই বাংলাদেশ ন্যাশনাল ভাইস প্রেসিডেন্ট সামিহা আখতার এবং জাফির শাফী চৌধুরী, পাশাপাশি ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স চেয়ারপারসন মুনতাসির মামুন। 


মঙ্গলবারতায় জয়ের বার্তা
আনাতোলিয়ান রোভার চ্যালেঞ্জে বাংলাদেশ দল মঙ্গলবারতার জয়জয়কার। রানার্সআপ হওয়ার পাশাপাশি জিতে নিয়েছে বিশেষ পুরস্কার
আনাতোলিয়ান রোভার চ্যালেঞ্জ (ARC) ২০২৪-এ রানার্সআপ এবং এআরসি জুনিয়র ২০২৪ এক্সপ্লোরেশন চ্যালেঞ্জে চ্যাম্পিয়ন শিরোপা জিতেছে বাংলাদেশের মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (MIST)-এর মার্স রোভার টিম ‘মঙ্গলবারতা’। স্পেস এক্সপ্লোরেশন সোসাইটি (UKET)-এর পৃষ্ঠপোষকতায় ১৭ থেকে ২১ জুলাই পর্যন্ত তুরস্কের রাজধানী আঙ্কারার মিডল ইস্ট টেকনিক্যাল ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হয় ARC’24। মোট ২৩৫.১৮ পয়েন্ট অর্জন করে তারা ২১টি টিমের মধ্যে দ্বিতীয় স্থান অধিকার করে। এ ছাড়া দলটির দুর্দান্ত পারফরম্যান্সের কারণে তারা জিতে নেয় ‘বেস্ট টিম স্ট্রাকচার’-এর জন্য ARC 
স্পেশাল প্রাইজ।

ষষ্ঠ বিশ্ব উদ্ভাবন প্রতিযোগিতা ও প্রদর্শনী বাংলাদেশের চার স্বর্ণপদক

বিশ্ব উদ্ভাবন প্রতিযোগিতা ও প্রদর্শনী (WICE) ২০২৪-এ অংশ নিয়ে বাংলাদেশ চারটি স্বর্ণপদক জিতেছে। বিজয়ী বাংলাদেশি দলের মধ্যে টিম অ্যাটলাস, টিম কোড ব্ল্যাক ও ক্যালিব্রেটর-জেড ‘আইটি অ্যান্ড রোবটিকস-ইউনিভার্সিটি’ ক্যাটেগরি এবং টিম ড্রিমস ‘আইটি অ্যান্ড রোবটিকস-সিনিয়র হাইস্কুল’ ক্যাটেগরিতে স্বর্ণ জিতেছে।
বাংলাদেশের তরুণ উদ্ভাবকদের দল ক্যালিব্রেটর-জেডের তিন তরুণ উদ্ভাবক হলেন ঢাকা কলেজের আবদুল্লাহ ইবনে হাসান, নির্ঝর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের মো. মারুফ মিয়া ও মোহাম্মদপুর সরকারি কলেজের জারিফ আহমেদ। তারা জানান, এ অর্জন বাংলাদেশকে আন্তর্জাতিক মঞ্চে আরও এক ধাপ এগিয়ে নিয়ে গেছে। তরুণ উদ্ভাবকদের অদম্য প্রচেষ্টা ও সাফল্য নতুন প্রজন্মের বিজ্ঞান এবং প্রযুক্তি উদ্ভাবনে অনুপ্রেরণা হয়ে থাকবে। প্রতিযোগিতায় কৃষিকাজের জন্য তৈরি বিশেষ বট ও ড্রোন সল্যুশন দিয়ে স্বর্ণপদক এবং আইওয়াইএসএ বিশেষ পুরস্কারে ভূষিত হয় টিম অ্যাটলাস। এ ছাড়া মালয়েশিয়ান ইনোভেশন, ইনোভেনশন অ্যান্ড ক্রিয়েটিভিটিতে (এমআইআইসিএ) স্বর্ণপদক লাভ করে বাংলাদেশের প্রথম নারী রোবটিকস দল কোড ব্ল্যাক।

আন্তর্জাতিক স্থাপত্যশিল্প প্রতিযোগিতা
সারাফ নাওয়ারের বাজিমাত

ডিসেম্বরের শুরুতেই বিজয়ের কেতন ওড়াল আমাদের জেনজি প্রজন্ম। মেধা আর উদ্ভাবনের খেলায় কাতার জয় করল কিশোর গণিত অনুরাগীরা। এবারের ওয়ার্ল্ড ম্যাথমেটিকস টিম চ্যাম্পিয়নশিপে রীতিমতো ছক্কা হাঁকিয়ে ভূমিধস জয় ছিনিয়ে এনেছে তারা।
শিক্ষার্থীদের জন্য বিশ্বের অন্যতম বৃহৎ স্থাপত্যশিল্প প্রতিযোগিতা দি ইনস্পাইরেলি অ্যাওয়ার্ডস। মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির আর্কিটেকচার বিভাগের শিক্ষার্থী সারাফ নাওয়ার তাঁর স্নাতক থিসিস প্রকল্প Tale of an Ocean : Oceanarium Complex at Sonadia-এর জন্য আর্কিটেকচার বিভাগে নবম দি ইনস্পাইরেলি অ্যাওয়ার্ডস জয় করে নিয়েছেন। তিনি এ প্রকল্পটিতে পরিবেশগতভাবে সংকটাপন্ন এলাকার জন্য টেকসই ও কার্যকর এনার্জি সমাধান নিয়ে কাজ করেছেন। তাঁর প্রকল্পের আইডিয়া ভূয়সী প্রশংসা কুড়িয়েছে এবং আর্কিটেকচার বিভাগের বিচারক মার্টিন ভুদাস্কো এ প্রকল্পকে পরিবেশগত সংকটাপন্ন এলাকার জন্য উপযুক্ত সমাধান বলে মন্তব্য করেছেন।

ওয়ার্ল্ড ম্যাথমেটিকস টিম চ্যাম্পিয়নশিপ ২০২৪ প্রতিযোগিতায় ৬ স্বর্ণ বাংলাদেশের

২৮ নভেম্বর থেকে ১ ডিসেম্বর কাতারের রাজধানী দোহায় অনুষ্ঠিত হয় গণিতের আন্তর্জাতিক প্রতিযোগিতা ওয়ার্ল্ড ম্যাথমেটিকস টিম চ্যাম্পিয়নশিপ। কাতার ফাউন্ডেশনের আয়োজনে এক যুগ ধরে চলছে গণিতের সমস্যার সমাধান, যৌক্তিক কারণ নির্ণয় এবং নেটওয়ার্কিং প্রতিযোগিতাটি। তবে গণিতভিত্তিক স্টার্টআপ বাংলার ম্যাথের প্রযোজনায় এবারই প্রথম এ আসরে যোগ দেয় বাংলাদেশ। বিশ্বের ২৭ দেশ থেকে ১২০টির বেশি দলের ৭ শতাধিক শিক্ষার্থীর সঙ্গে প্রতিযোগিতায় অংশ নেয় বাংলাদেশের পাঁচটি টিম ‘দ্য বেঙ্গল হেক্সাগন’, ‘দ্য রয়েল সিক্স অব বেঙ্গল’, ‘দ্য ডেল্টা সিক্স’, ‘দ্য বেঙ্গল হেক্সা’ ও ‘দ্য বেঙ্গল ট্রাইনোমিয়াল’। এ পাঁচটি দল থেকে একেকজন সদস্য বাজিমাত করেন এক ঘণ্টার তিন ধাপের পরীক্ষায়। প্রথমবারে অংশ নিয়েই রোমান সম্রাট জুলিয়াস সিজারের উচ্চারিত ‘ভেনি, ভিডি, ভিসি’ বাস্তবে রূপ দিয়ে পারস্য জয় করলেন টিমের ২৭ জন সদস্যই। ছয়টি স্বর্ণ, ১১টি রোপ্য, সাতটি ব্রোঞ্জ এবং তিনটি মেরিট নিয়ে এ ভূমিধস বিজয় ছিনিয়ে এনেছে বাংলাদেশ।

আন্তর্জাতিক অর্থনীতি অলিম্পিয়াড
ব্রোঞ্জ জয় বাংলাদেশের

আন্তর্জাতিক অর্থনীতি অলিম্পিয়াড-২০২৪ এ ব্রোঞ্জ পদক জয় করেছেন বাংলাদেশ দলের কাজী রাফসান মাহবুব।
২২-৩১ জুলাই হংকংয়ে অনুষ্ঠিত আন্তর্জাতিক অর্থনীতি অলিম্পিয়াড-২০২৪ এ ব্রোঞ্জ পদক জয় করেন কাজী 
রাফসান মাহবুব। 

ইন্টারন্যাশনাল কলেজিয়েট প্রোগ্রামিং কনটেস্ট পশ্চিম এশিয়ায় সেরা বুয়েট

তরুণ শিক্ষার্থীদের মধ্যে প্রোগ্রামিং নিয়ে প্রতি বছর বিশেষভাবে আয়োজিত হয় প্রোগ্রামিংয়ে বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ অলিম্পিয়াড ‘ইন্টারন্যাশনাল কলেজিয়েট প্রোগ্রামিং কনটেস্ট (আইসিপিসি)। বিশ্বের বিভিন্ন দেশের বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীদের মর্যাদাপূর্ণ এ প্রোগ্রামিং প্রতিযোগিতায় ইন্টারনেটযুক্ত কম্পিউটারে টানা ছয় ঘণ্টাব্যাপী প্রোগ্রামিং-সংক্রান্ত বিভিন্ন প্রশ্ন বা সমস্যার সমাধান করতে হয়।
প্রোগ্রামিংয়ের বিশ্বকাপ খ্যাত আসর আইসিপিসি। এ প্রতিযোগিতার ৪৬ ও ৪৭তম ফাইনাল একই সঙ্গে এ বছর অনুষ্ঠিত হয়েছে। ৪৬তম আসরে বুয়েটের দল ‘টিম পটেটোস’ পশ্চিম এশিয়ায় চ্যাম্পিয়ন এবং পুরো বিশ্বের ১২৮ দলের মধ্যে ২৮তম হয়েছে। দলটি ১১টি সমস্যার মধ্যে ছয়টির সমাধান করতে সক্ষম হয়। এ আসরে বুয়েট পেছনে ফেলেছে 
স্ট্যানফোর্ড, কেমব্রিজসহ ভারতের আইআইটির মতো প্রতিষ্ঠানকে। বুয়েটের বিজয়ী দলের সদস্যরা হলেন সাব্বির রহমান আবির (সিএসই-১৭), কাজী মো. ইরশাদ (সিএসই-১৭) ও এস কে সাবিত বিন মোসাদ্দেক (সিএসই-১৮)। এ ছাড়া আরও বেশকিছু  আন্তর্জাতিক প্রতিযোগিতায় শিক্ষার্থীরা অংশ নিয়ে সফলতা পেয়েছে। 
গ্রন্থনা : সাইফুল ইসলাম শাহেদ

আরও পড়ুন

×