ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

বিজয় বিতর্ক উৎসব

বিজয় বিতর্ক উৎসব

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন

 জাবেদ ইকবাল 

প্রকাশ: ০৫ জানুয়ারি ২০২৫ | ২৩:২২

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বিজয় একাত্তর হল ডিবেটিং ক্লাব আয়োজিত ৫ম বিজয় বিতর্ক উৎসব ২০২৪-এ (বিশ্ববিদ্যালয় পর্যায়) রানার্সআপ হয়েছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি)। এতে চ্যাম্পিয়ন হয়েছে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)। সমাপনী অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের হাতে ট্রফি তুলে দেন। সমাপনী অনুষ্ঠানে শনিবার বিকেলে ঢাবির বিজয় একাত্তর হলের অডিটোরিয়ামে ফাইনালে চুয়েট ডিবেটিং ক্লাবের দলের কাছে ৩-২ ব্যালটে পরাজিত হয়ে রানার্সআপ হয় যবিপ্রবি ডিবেট ক্লাবের দল ‘নবসূর্য-৫২’। প্রাথমিক পর্বে দ্বিতীয় ও ফাইনাল পর্বের শ্রেষ্ঠ বিতার্কিক নির্বাচিত হন যবিপ্রবি ডিবেট ক্লাবের শাহরিয়ার কবির। এর আগে প্রাথমিক পর্বে তিন রাউন্ডে জয়লাভের পর প্রথম স্থান অধিকার করে কোয়ার্টার ফাইনালে পৌঁছান যবিপ্রবির বিতার্কিকরা। কোয়ার্টার ও সেমিফাইনাল জয় করে ফাইনালে উত্তীর্ণ হয় যবিপ্রবি ডিবেট ক্লাবের দল নবসূর্য-৫২।
ফাইনাল পর্বের বিতর্কে ‘এই সংসদ, গণঅভ্যুত্থান-পরবর্তী বাংলাদেশে উদারপন্থি রাজনীতিকে মহিমান্বিত করায় অনুতপ্ত’ এ বিষয়ে বিরোধী দলের হয়ে বিতর্ক করেন যবিপ্রবি বিতর্ক ক্লাবের শাহরিয়ার কবির, আইয়ান আকিব ও আসিফ করিম আলভি। উল্লেখ্য, ২৬ থেকে ২৮ ডিসেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজয় একাত্তর হলের বিতর্ক সংগঠন বিজয় একাত্তর ডিবেট ক্লাব পঞ্চমবারের মতো বিজয় বিতর্ক উৎসব আয়োজন করে। প্রতিযোগিতায় দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ৩২টি ক্লাব অংশগ্রহণ করে। প্রতিযোগিতা প্রাথমিক তিন রাউন্ড ট্যাব পর্ব, কোয়ার্টার, সেমিফাইনাল ও ফাইনাল পর্বে অনুষ্ঠিত হয়।v

আরও পড়ুন

×