পঞ্চম এনডিসি ন্যাশনাল ম্যাথ ফেস্টিভ্যাল
জমজমাট গণিত উৎসব

.
জাবেদ ইকবাল
প্রকাশ: ১২ মে ২০২৫ | ০০:৪৫ | আপডেট: ১২ মে ২০২৫ | ১২:২৯
সম্প্রতি নটর ডেম ম্যাথ ক্লাবের আয়োজনে নটর ডেম কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে "Apex Presents 5th NDC National Math Festival powered by NRBC Bank"। গাণিতিক উদ্ভাবন ও প্রতিযোগিতার এই জমকালো আসর সফলভাবে সম্পন্ন করেছে নটর ডেম ম্যাথ ক্লাব, যেখানে গণিতপ্রেমীরা একসঙ্গে নানা বিষয় শিখতে পেরেছে। দুই দিনের এই গণিত মহারণে দেশের প্রতিভাবান গণিতপ্রেমীরা একত্রিত হয়ে মেধা, সৃজনশীলতা ও প্রতিযোগিতার মাধ্যমে নিজেদের দক্ষতা প্রকাশ করেছে। প্রায় ৪০০০ এরও অধিক অংশগ্রহণকারীর উপস্থিতিতে উৎসবটি অত্যন্ত প্রাণবন্ত এবং অনুপ্রেরণাদায়ক হয়ে উঠেছিল। এই বছরের উৎসবে অভূতপূর্ব সাড়া পাওয়া গেছে। তা ছিল চোখে পড়ার মতো। এই জাতীয় গণিত উৎসবে ২৪টি ভিন্ন ভিন্ন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে, যার মধ্যে ১৬টি ছিল একক প্রতিযোগিতা, ৩টি দলগত প্রতিযোগিতা, ২টি অনলাইন সাবমিশন বেসড প্রতিযোগিতা এবং ৩টি বিশেষ সেগমেন্ট।
সবচেয়ে আকর্ষণীয় ইভেন্টগুলোর মধ্যে ছিল দলভিত্তিক প্রতিযোগিতা। যেমন– প্রজেক্ট ডিসপ্লে, ওয়াল ম্যাগাজিন ও স্ক্র্যাপবুক, যা শিক্ষার্থীদের গণিত বিষয়ক ধারণা নিয়ে সৃজনশীলভাবে কাজ করার সুযোগ করে দিয়েছে। অনলাইন ভিত্তিক প্রতিযোগিতাগুলোর মধ্যে গণিত প্রবন্ধ লেখা ও গণিত মিম কনটেস্ট ছিল বিশেষভাবে উল্লেখযোগ্য, যেখানে প্রতিযোগীরা তাদের সৃজনশীল চিন্তাধারা তুলে ধরেছে। মূল আকর্ষণ হিসেবে যথারীতি ম্যাথ অলিম্পিয়াড (Find) ও ম্যাথ অলিম্পিয়াড (Proof) ছিল, যেখানে গণিতপ্রেমীরা তাদের দক্ষতা প্রমাণের জন্য অংশগ্রহণ করেছে। বিশেষ করে, Treasure Hunt ছিল দুই দিনের এই গণিত উৎসবের অন্যতম সিগনেচার ইভেন্ট, যেখানে ৬৪টি দল ১০,০০০ টাকার পুরস্কারের জন্য প্রতিযোগিতা করেছে। ইভেন্টের শেষ দিন, ১৫ ফেব্রুয়ারি, জমকালো পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মাধ্যমে প্রায় ২৫০ জন বিজয়ীকে পুরস্কৃত করা হয়। সমাপনী পর্বে উপস্থিত ছিলেন নটর ডেম কলেজের অধ্যক্ষ ড. ফাদার হেমন্ত পিউস রোজারিও সিএসসি। প্রধান অতিথি সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক ড. এম. শমশের আলী, বিশেষ অতিথি ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের অধ্যাপক ড. কুতুব উদ্দিন, অধ্যাপক সামীর কুমার ভৌমিক এবং প্রাক্তন অধ্যাপক ড .অমল কৃষ্ণ হালদার। প্রতিটি সেগমেন্টের বিজয়ীদের ক্রেস্ট, ম্যাগাজিন এবং সার্টিফিকেট প্রদান করা হয়। ‘এপেক্স প্রেজেন্টস ফিফথ এনডিসি ন্যাশনাল ম্যাথ পাওয়ার্ড বাই এনআরবিসি ব্যাংক’ প্রতিযোগিতার মিডিয়া পার্টনার ছিল দৈনিক সমকাল।
- বিষয় :
- গণিত উৎসব