ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

ধানমন্ডি লেক থেকে শিক্ষার্থীর লাশ উদ্ধার

ধানমন্ডি লেক থেকে শিক্ষার্থীর লাশ উদ্ধার

মায়ের সঙ্গে ঋদ্ধ

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০১৯ | ১২:১০ | আপডেট: ৩০ সেপ্টেম্বর ২০১৯ | ১২:৪৪

রাজধানীর ধানমন্ডি লেক থেকে হৃদয়ঈম ঋদ্ধ (১৭) নামের এক শিক্ষার্থীর লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার রাত আটটার দিকে ফায়ার সার্ভিসের ডুবুরিরা তার লাশ উদ্ধার করেন।

নিহত ঋদ্ধ রাজধানীর আদাবর থানাধীন শেখেরটেক ৫ নম্বর রোডের ৪৯ নম্বর বাসায় পরিবারের সঙ্গে থাকতেন। তার বাবার নাম নীলমণি ভট্টাচার্য।  ঋদ্ধ ডেফোডিল ইউনিভার্সিটি কলেজের উচ্চমাধ্যমিক প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন।

ধানমন্ডি থানার উপ-পরিদর্শক (এসআই) রুবেল আজাদ সাংবাদিকদের জানান, রোববার বিকালে লেকের পানিতে সাঁতার কেটে লেকের মাঝখানে গিয়ে ডুবে যান তিনি। আশপাশের লোকজন দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। পরে ফায়ার সার্ভিসের ডুবুরিরা তাকে মৃত অবস্থায় উদ্ধার করেন।

খবর পেয়ে সোমবার সকালে পরিবারের সদস্যরা ঢাকা মেডিকেল কলেজ মর্গে এসে ঋদ্ধের লাশ শনাক্ত করেন।পরে ময়নাতদন্ত শেষে বিকেলে তার লাশ বাসায় নিয়ে যায় পরিবার।

আরও পড়ুন

×