মতিঝিলের মডার্ন ম্যানশনকে ‘ঝুঁকিপূর্ণ’ ঘোষণা

সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০৯ মার্চ ২০২২ | ০৩:১৬ | আপডেট: ০৯ মার্চ ২০২২ | ০৮:২৪
রাজধানীর মতিঝিলের মডার্ন ম্যানসনকে ‘ঝুঁকিপূর্ণ ভবন’ ঘোষণা করেছে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স। তিনদিন আগে ফাটল দেখা দেওয়া ১৫তলা ভবনটির বিভিন্ন ফ্লোর ঘুরে দেখার পর এ ঘোষণা দেয় তারা। ‘ঝুঁকিপূর্ণ’ এই ভবনটিতে ব্যাংকসহ বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানের অফিস রয়েছে।
বুধবার সকালে ৫৩ মতিঝিল হোল্ডিংয়ের ওই ভবনে ‘ঝুঁকিপূর্ণ ভবন’ লেখা সাইনবোর্ড টাঙিয়ে দেওয়া হয়েছে।
ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা শাহজাহান সিকদার সমকালকে এ তথ্য নিশ্চিত করেছেন।
শাহজাহান সিকদার জানান, ভবনের দোতলায় ৩টি এবং তিন তলার ২টি পিলারে ফাটল দিয়েছে। এজন্য ভবনটিকে ‘ঝুঁকিপূর্ণ ভবন’ হিসেবে ঘোষণা করা হয়েছে।
ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা আরও জানান, ভবনটি অনেক পুরানো। ১৯৬২ সালের ১৪ নভেম্বর ভবনটি নির্মাণের অনুমোদন দেওয়া হয়।
এর আগে ৬ মার্চ সন্ধ্যায় ভবনে ফাটলের খবর জানাজানি হয়। খবর পেয়ে ওইদিনই ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের তিনটি ইউনিট ঘটনাস্থল পরিদর্শন করে।
ফায়ার সার্ভিসের পরিদর্শন দল সেখানে গিয়ে তৃতীয় তলার পিলারসহ দেয়ালের বেশ কিছু জায়গা থেকে প্লাস্টার খসে পড়তে দেখেন। তখনই ভবন থেকে লোকজন সরিয়ে নেওয়ার উদ্যোগ গ্রহণ করার পাশাপাশি ভবনটি ব্যবহারে নিরুৎসাহিত করে ফায়ার সার্ভিস।
- বিষয় :
- বহুতল ভবন
- ফাটল
- ঝুঁকিপূর্ণ
- ফায়ার সার্ভিস
- মতিঝিল
- পিলার