ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

দুই সিটি করপোরেশনের অভিযানে শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

দুই সিটি করপোরেশনের অভিযানে শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০৯ মার্চ ২০২২ | ০৮:১৪ | আপডেট: ০৯ মার্চ ২০২২ | ০৮:১৪

রাজধানীর মিরপুর ও ধোলাইখাল এলাকায় অভিযান চালিয়ে শতাধিক অবৈধ দোকানপাট-স্থাপনা উচ্ছেদ করেছে ঢাকার দুই সিটি করপোরেশন। এ সময় অবৈধ দখলে থাকা এক বিঘার বেশি জায়গাও উদ্ধার করা হয়।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) জানায়, সংস্থার প্রধান সম্পত্তি কর্মকর্তা রাসেল সাবরিনের নেতৃত্বে ধোলাইখাল মার্কেট খ্যাত রায়সাহেব বাজার মোড়ে অভিযান চলে। এ সময় ২টি অবৈধ দোতলা ভবন ও ৯৫টি অবৈধ স্থায়ী দোকান উচ্ছেদ করা হয়। অভিযানে ৩৯ দশমিক ৮০ শতাংশ জায়গা উদ্ধার করা হয়।

রাসেল সাবরিন বলেন, জায়গাটি ডিএসসিসির রেকর্ডীয় মালিকানা। দীর্ঘ ৮০ বছর ধরে একটি মহল সেখানে অবৈধভাবে স্থায়ী ভবন ও দোকান নির্মাণ করে অবৈধভাবে ভোগ দখল করে আসছিল।

এদিকে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) জানায়, মিরপুর ১১ নম্বর সেকশনের ৪ নম্বর এভিনিউয়ের পাশে ও ফুটপাতে গড়ে তোলা অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চালায় ডিএনসিসি। সংস্থার প্রধান সম্পত্তি কর্মকর্তা মোজাম্মেল হকের নেতৃত্বে পরিচালিত অভিযানে ২৪টি অবৈধ দোকান উচ্ছেদ করা হয়।

আরও পড়ুন

×