দুই সিটি করপোরেশনের অভিযানে শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০৯ মার্চ ২০২২ | ০৮:১৪ | আপডেট: ০৯ মার্চ ২০২২ | ০৮:১৪
রাজধানীর মিরপুর ও ধোলাইখাল এলাকায় অভিযান চালিয়ে শতাধিক অবৈধ দোকানপাট-স্থাপনা উচ্ছেদ করেছে ঢাকার দুই সিটি করপোরেশন। এ সময় অবৈধ দখলে থাকা এক বিঘার বেশি জায়গাও উদ্ধার করা হয়।
রাসেল সাবরিন বলেন, জায়গাটি ডিএসসিসির রেকর্ডীয় মালিকানা। দীর্ঘ ৮০ বছর ধরে একটি মহল সেখানে অবৈধভাবে স্থায়ী ভবন ও দোকান নির্মাণ করে অবৈধভাবে ভোগ দখল করে আসছিল।
এদিকে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) জানায়, মিরপুর ১১ নম্বর সেকশনের ৪ নম্বর এভিনিউয়ের পাশে ও ফুটপাতে গড়ে তোলা অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চালায় ডিএনসিসি। সংস্থার প্রধান সম্পত্তি কর্মকর্তা মোজাম্মেল হকের নেতৃত্বে পরিচালিত অভিযানে ২৪টি অবৈধ দোকান উচ্ছেদ করা হয়।
- বিষয় :
- রাজধানী
- মিরপুর
- ধোলাইখাল
- উচ্ছেদ অভিযান