ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

ঢাবি শিক্ষার্থীকে মারধর করায় এসবি সদস্য বরখাস্ত

ঢাবি শিক্ষার্থীকে মারধর করায় এসবি সদস্য বরখাস্ত

শাহবাগ থানায় এসবি সদস্য আব্দুর রব। ছবি-সমকাল

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

প্রকাশ: ১০ মার্চ ২০২২ | ১০:০৮ | আপডেট: ১০ মার্চ ২০২২ | ১০:৩০

রাস্তা পারাপারের সময় পুলিশের বিশেষ শাখার (এসবি) সহকারী উপ-পরিদর্শক ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে মারধর করেছেন বলে অভিযোগ উঠেছে। এই ঘটনায় এসবি সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। 

ভুক্তভোগী শিক্ষার্থী নাম রায়হান আহমেদ। তিনি বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের শিক্ষার্থী ও ডেইলি সানের ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি। অভিযুক্ত আব্দুর রব পুলিশের বিশেষ শাখা’র (স্পেশাল ব্রাঞ্চ-এসবি) সহকারী উপ-পরিদর্শক। 

রায়হান আহমেদ সমকালকে জানান, বৃহস্পতিবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা কেন্দ্র থেকে সংবাদ সংগ্রহ শেষে হলের দিকে যাচ্ছিলেন। মোতাহার ভবনের সামনের রাস্তা পার হওয়ার সময় বিপরীত দিক থেকে আসা অভিযুক্ত আব্দুর রব তার মোটরসাইকেল দিয়ে তাকে ধাক্কা দেন। ভুক্তভোগী কারণ জিজ্ঞাসা করলে বিনা উসকানিতে তাকে মারধর শুরু করেন আব্দুর বর। এতে রায়হানের শরীরের বিভিন্ন স্থানে ক্ষতের সৃষ্টি হয় ও তার পরিহিত শার্ট ছিঁড়ে যায়। 

রায়হান কৌশলে মোটরসাইকেলের চাবি নিয়ে আব্দুর রবকে মোড়ে অবস্থিত পুলিশ বক্সে আটকে রাখেন। 

এসময় বিভিন্ন হল থেকে আসা শিক্ষার্থীরা সেখানে ভিড় করলে পরিস্থিতি উত্তপ্ত হয়। 

ঘটনা শুনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ড. আব্দুর রহিম এবং পুলিশের রমনা জোনের অতিরিক্ত পুলিশ উপ-পুলিশ কমিশনার হারুন-অর-রশিদসহ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থলে আসেন। পরে পুলিশি নিরাপত্তায় অভিযুক্তকে শাহবাগ থানায় নেওয়া হয়।

রমনা জোনের অতিরিক্ত পুলিশ উপ-পুলিশ কমিশনার হারুন-অর-রশিদ সাংবাদিকদের বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর সাথে যে ঘটনা ঘটেছে, তার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। ইতোমধ্যেই এসবির ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা হয়েছে। তারা আমাকে অভিযুক্তকে বরখাস্তের করা হয়েছে বলে নিশ্চিত করেছেন। এখন বিভাগীয় নিয়ম অনুযায়ী ঘটনার তদন্ত করে পরবর্তী আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হবে।’

আরও পড়ুন

×