ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

শুক্রাবাদে ভবনের পাশে পড়ে ছিল বিশ্ববিদ্যালয় ছাত্রের নিথর দেহ

শুক্রাবাদে ভবনের পাশে পড়ে ছিল বিশ্ববিদ্যালয় ছাত্রের নিথর দেহ

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২৩ মার্চ ২০২২ | ০১:৪৫ | আপডেট: ২৩ মার্চ ২০২২ | ০৫:৪০

রাজধানীর ধানমন্ডির শুক্রাবাদ এলাকায় আকাশ রায় (২৪) নামে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রের রহস্যজনক মৃত্যু হয়েছে। বুধবার সকালে একটি আবাসিক ভবনের পাশে তার নিথর দেহ পাওয়া যায়। তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

পুলিশের ধারণা, ভবন থেকে লাফ দিয়ে তিনি আত্মহত্যা করেছেন। তবে সহপাঠীরা বলছেন, তার মুখে শৌচাগার পরিষ্কারে ব্যবহৃত ‘হারপিকে’র গন্ধ ছিল।

শেরেবাংলা নগর থানার ওসি উৎপল বড়ূয়া সমকালকে বলেন, ওই যুবক কিছুদিন ধরে মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন। তার শরীরে পতনজনিত আঘাতের চিহ্ন দেখা গেছে। এতে ধারণা করা যায়, ভবন থেকে পড়ে তার মৃত্যু হয়। হারপিকের বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি। ময়নাতদন্ত প্রতিবেদনে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। 

পুলিশ ও হাসপাতাল সূত্র জানায়, শুক্রাবাদের নিউ মডেল ডিগ্রি কলেজের কাছে ৮/এ নম্বর ভবনের মেসে থাকতেন আকাশ। তিনি ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি থেকে দুই মাস আগে কম্পিউটার বিজ্ঞানে স্নাতক সম্পন্ন করেন। তার বাড়ি রংপুরের পীরগঞ্জ উপজেলার চতরা এলাকায়। তার বাবা রতন রায় গাইবান্ধার একটি কলেজের প্রভাষক।

আকাশের বন্ধু ও একই মেসের বাসিন্দা পঙ্কজ অধিকারী হাসপাতালে জানান, কীভাবে আকাশের মৃত্যু হয় সেটি তার জানা নেই। তবে মঙ্গলবার রাত সাড়ে ৩টা পর্যন্ত তারা একসঙ্গেই ছিলেন। বিভিন্ন বিষয়ে সাধারণ কথোপকথনের পর দু’জনই ঘুমাতে যান। এরপর কখন আকাশ মেসের কক্ষ থেকে বের হন তা তিনি বুঝতে পারেননি। সকালে ঘুম থেকে উঠে শুনতে পান, ভবনের নিচে তার নিথর দেহ পড়ে আছে। তাকে উদ্ধার করে সকাল পৌনে ৭টার দিকে ঢামেক হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসকরা জানান, আরও আগেই তার মৃত্যু হয়েছে। আকাশের মুখে হারপিকের গন্ধ পাওয়া গেছে বলেও জানান পঙ্কজ। 

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, চারতলা ভবন থেকে পড়ে থাকলে মৃতদেহে যতটা আঘাতের চিহ্ন থাকার কথা, ততটা দেখা যায়নি। শেরেবাংলা নগর থানা পুলিশ ঘটনাটি তদন্ত করছে। এটি হত্যা না আত্মহত্যা তা তদন্তে বেরিয়ে আসবে। 

আরও পড়ুন

×