ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

শাহবাগে মাদকসেবীর হাতে প্রাণ গেল ভাসমান ব্যক্তির

শাহবাগে মাদকসেবীর হাতে প্রাণ গেল ভাসমান ব্যক্তির

প্রতীকী ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২৬ মার্চ ২০২২ | ০৩:৫৮ | আপডেট: ২৬ মার্চ ২০২২ | ০৪:১৪

রাজধানীর শাহবাগে ভাসমান এক ব্যক্তিকে লাঠি দিয়ে পিটিয়ে হত্যা করেছে এক মাদকসেবী। নিহতের নাম মো. মাসুদ (৪০)। এ ঘটনায় অভিযুক্তের নাম মো. রাসেল (৩৫)। তাকে আটক করেছে পুলিশ।

শনিবার (২৬ মার্চ) সকাল ৯টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ড. মুহম্মদ শহীদুল্লাহ হলের পাশের রাস্তায় এ ঘটনা ঘটে। 

এ তথ্য সমকালকে নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) সাজ্জাদুর রহমান।

তিনি বলেন, প্রাথমিকভাবে জানা গেছে দুজনই ভাসমান মাদকাসক্ত। শাহবাগ এলাকায় তারা ফুটপাতে থাকেন এবং মাদক সেবন করেন। কী নিয়ে ঝামেলার সূত্রপাত এবং কী কারণে এই হত্যা তা নিশ্চিত হওয়া যায়নি। এ বিষয়ে অভিযুক্ত রাসেলকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

নিহত মাসুদের পরিচয় জানতে তার আঙুলের ছাপের সঙ্গে জাতীয় পরিচয়পত্রের ডেটাবেইসে কোনো আঙুলের ছাপ মেলে কি না তা দেখা হবে বলে জানিয়েছে সাজ্জাদুর রহমান। মাসুদের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে।

আরও পড়ুন

×