উইঘুর মুসলিম গণহত্যা স্মরণে শহীদ মিনারে আলোকচিত্র প্রদর্শনী

ছবি: সমকাল
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
প্রকাশ: ০৫ এপ্রিল ২০২২ | ০৩:২৯ | আপডেট: ০৫ এপ্রিল ২০২২ | ০৩:২৯
১৯৯০ সালের ৫ এপ্রিল চীনের পূর্ব তুর্কিস্তানের বারেন টাউনশিপে উইঘুর মুসলিমদের ওপর সরকারি বাহিনীর গণহত্যা স্মরণে আলোকচিত্র প্রদর্শনী ও প্রতিবাদ সভার আয়োজন করা হয়েছে। মঙ্গলবার সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে 'বিবিএসএস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন' নামের এক সংগঠন এই কর্মসূচির আয়োজন করে।
অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান তৌফিক আহমেদ তফছিরের সভাপতিত্বে এবং মহাসচিব শফিকুল ইসলামের পরিচালনায় প্রতিবাদ সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জাসদের কেন্দ্রীয় নেতা মহিউদ্দিন, জাতীয় ছাত্র সমাজের সাবেক সভাপতি নাসির উদ্দিন মুন্সি, সাংবাদিক মুস্তাফিজুর রহমান প্রমুখ।
সভায় বক্তারা বলেন, ১৯৯০ সালের ৫ এপ্রিল চীনা সরকারের মদদে উইঘুর মুসলিমদের ওপর গণহত্যা চালানো হয়েছিলো। উইঘুর গণহত্যাসহ যেকোনো সাম্প্রদায়িক অপতৎপরতাকে আমরা নিন্দা জানাই। বিশ্বে যারা সাম্প্রদায়িক সংঘাত সৃষ্টি করে, তারা ধর্ম, মানব জাতি এবং মানবতার শত্রু। ভবিষ্যতে যেন এধরনের ঘটনা না ঘটে, এজন্যে বিশ্ববাসীর প্রতি আমরা আহ্বান জানাচ্ছি। এসময় তারা চীনে উইঘুর মুসলিম গণহত্যার বিচার দাবি করেন।
সভাপতির বক্তব্যে তৌফিক আহমেদ তফছির বলেন, ‘১৯৯০ সালে উইঘুর মুসলিমদের উপর যে গণহত্যা চালিয়েছিলো চীনা সরকার, এর ধারাবাহিকতা তারা এখনও বজায় রেখেছে। এখনও তারা বিভিন্নভাবে উইঘুরদের ওপর নানা ধরনের অত্যাচার-নিপীড়ন চালাচ্ছে। আমরা চাই, উইঘুরদের ওপর নির্যাতন বন্ধ করে তাদের সব নাগরিক অধিকার দেওয়া হোক।’
প্রদর্শনীতে ১৯৯০ সালে উইঘুর মুসলিম নির্যাতনের ওপর ৮০টির মতো আলোকচিত্র প্রদর্শন করা হয়। প্রদর্শনীটি সকাল ১০টায় শুরু হয়ে বিকেল তিনটা পর্যন্ত চলে। এছাড়া রাজধানীর অন্তত ২০টি স্থানে ফেসবুক লাইভে এসে এই বিষয়ে সংগঠনের লিফলেট পাঠ করেন অ্যাসোসিয়েশনের স্বেচ্ছাসেবকরা।