ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

সড়ক দুর্ঘটনায় আহত বাবাকে দেখতে গিয়ে গাড়িচাপায় মৃত্যু ছেলেসহ ৩ জনের

সড়ক দুর্ঘটনায় আহত বাবাকে দেখতে গিয়ে গাড়িচাপায় মৃত্যু ছেলেসহ ৩ জনের

প্রতীকী ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১৫ এপ্রিল ২০২২ | ১০:৪৫ | আপডেট: ১৫ এপ্রিল ২০২২ | ১০:৪৫

এক দিন আগে গাজীপুরের বোর্ডবাজারে সড়ক দুর্ঘটনায় আহত হন ইয়াকুব আলী ফকির। তাকে দেখতে বৃহস্পতিবার ভোরে রাজধানীর রায়ের বাজারের বাসা থেকে রাইড শেয়ারিংয়ের মোটরসাইকেলে রওনা হন তার ছেলে অনিক ফকির (১৮) এবং তার ফুফু হনুফা বেগম (৪০)। পথে উত্তরার আজমপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান অনিক, হনুফা ও মোটরসাইকেলচালক এনামুল হক (৪৫)।

দুর্ঘটনার জন্য দায়ী কাভার্ডভ্যানটি জব্দ করেছে উত্তরা পশ্চিম থানা পুলিশ। তবে এর চালক বশির পালিয়েছে। এ ঘটনায় চালককে আসামি করে থানায় মামলা হয়েছে।

হনুফা বেগমের মেয়ে সাদিয়া খাতুন জানান, হাজারীবাগের রায়ের বাজারে তার মা বসবাস করেন। তার মামাতো ভাই অনিক রায়ের বাজারে একটি মোটর গ্যারেজে কাজ করতেন। অনিকের বাবা ইয়াকুব আলী বোর্ডবাজারে একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন। বুধবার তিনি সড়ক দুর্ঘটনায় আহত হন। বৃহস্পতিবার ভোর ৪টায় রায়ের বাজার থেকে মোটরসাইকেলে অনিক ও হনুফা বোর্ডবাজারের উদ্দেশে রওনা হন। মোটরসাইকেল চালাচ্ছিলেন এনামুল হক। তার গ্রামের বাড়ি নীলফামারী জেলায়। থাকতেন রায়ের বাজারে। তিনি অনিকের পরিচিত।

উত্তরা পশ্চিম থানার এসআই আলীম খান সমকালকে জানান, ওই তিনজন ভোর সোয়া ৫টার দিকে আজমপুরে পৌঁছায়। এ সময় বেপরোয়া গতির একটি কাভার্ডভ্যান বামদিকে ঘুরতে গিয়ে মোটরসাইকেলে ধাক্কা দেয়। তিনজনই পড়ে যান। এতে গাড়িচাপায় ঘটনাস্থলেই হনুফা ও এনামুলের মৃত্যু হয়। আহত অবস্থায় অনিককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় এনামুলের চাচাতো ভাই আব্দুল কাদের বাদী হয়ে মামলা করেছেন। নিহত অনিক ও হনুফার গ্রামের বাড়ি বরিশাল জেলায়।

বাড্ডায় সড়ক দুর্ঘটনায় বৃদ্ধ নিহত: এদিকে বৃহস্পতিবার সন্ধ্যায় উত্তর বাড্ডায় রাস্তা পার হওয়ার সময় মোটরসাইকেলের ধাক্কায় আব্দুল মান্নান (৬৮) নামে এক বৃদ্ধ আহত হন। তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে পথচারীরা। চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১২টায় মৃত্যু হয় তার। রাতে লাশের পরিচয় না পাওয়ায় অজ্ঞাত হিসেবে ঢাকা মেডিকেল কলেজ মর্গে রাখা হয়। শুক্রবার সকালে তার পরিচয় মেলে।

বাড্ডা থানার ওসি আবুল কালাম আজাদ বলেন, মোটরসাইকেলটি জব্দ ও এর চালককে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে মামলা হয়েছে।

আরও পড়ুন

×