প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ১০০ মসজিদে কোটি টাকা দান

ছবি: সমকাল
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১৬ এপ্রিল ২০২২ | ০৭:২১ | আপডেট: ১৬ এপ্রিল ২০২২ | ০৭:২১
প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে রাজধানীর কামরাঙ্গীরচরের ১০০টি মসজিদে ১ লাখ টাকা করে ১ কোটি টাকা অনুদান দিয়েছেন স্থানীয় সংসদ সদস্য আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম। এ উপলক্ষে শনিবার কামরাঙ্গীরচরের আল হেরা কমিউনিটি সেন্টারে নগদ অর্থ প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট কামরুল ইসলাম এমপি বলেন, ‘ভালো কাজ করার জন্য ইচ্ছেটা আগে। ইচ্ছে থাকলেই ভাল কাজ করা যায়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভাল কাজ করে যাচ্ছেন। তাকে সহযোগিতা করা আমাদের দায়িত্ব। একজন মুসলমান হিসেবে আমি আমার দায়িত্ব পালন করে চলেছি। প্রকৃত মুসলমান দেশকে ভালবাসে। দেশের মানুষকে ভালবাসে। দেশের জন্য কাজ করে। মানুষের পাশে দাঁড়ায়। মানুষের মঙ্গল চায়।’
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কামরাঙ্গীরচর থানা আওয়ামী লীগের সভাপতি হাজী আবুল হোসেন সরকার। অনুষ্ঠানে আরও বক্তব্য দন ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ হোসেন, নূরে আলম প্রমুখ।