৯৯৯-এ ফোন করে উল্টো নির্যাতনের শিকার, ৩ পুলিশ বরখাস্ত

সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১৬ এপ্রিল ২০২২ | ১০:১৬ | আপডেট: ১৬ এপ্রিল ২০২২ | ১০:১৬
রাজধানীর যাত্রাবাড়ীর বিবিরবাগিচায় আসামিকে মারধরের অভিযোগে শনিবার যাত্রাবাড়ী থানার তিন পুলিশ সদস্য এবং একজন আনসার সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
তারা হলেন-যাত্রাবাড়ী থানার এসআই বিশ্বজিৎ সরকার, কনস্টেবল শওকত এবং নারী কনস্টেবল নবনিতা। আনসার সদস্যকে আনসার বাহিনীতে ফেরত পাঠানো হয়েছে।
জানা গেছে, জাতীয় জরুরি সেবা-৯৯৯ এ ফোন করে বিবিরবাগিচার একটি পরিবার পুলিশের সহায়তা চেয়েছিল। পুলিশ গিয়ে উল্টো তাদের মারধর করে।
ভুক্তভোগী শিল্পী আক্তার জানান, তার প্রতিবেশী নুরুল ইসলাম গত ৮ এপ্রিল তাদের বাসা থেকে বের হওয়ার রাস্তায় দেয়াল তুলে বন্ধ করে দেওয়ার চেষ্টা করছিল। এ সময় তারা বাধা দিলে তাদের ওপর হামলা চালানো হয়। এ সময় শিল্পীর এক স্বজন ৯৯৯-এ ফোন করে বিষয়টি জানান। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নুরুল ইসলামের পক্ষ নেয়। এমনকি তার বাবা আবুল খায়ের, বড় ভাই ইউসুফ হোসেন ও বোন হালিমা আক্তারের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা দেওয়া হয়। শিল্পীর অভিযোগ-মিথ্যা মামলায় পুলিশ খায়ের, ইউসুফ ও হালিমাকে ধরতে গিয়ে মারধর করেছে।
শিল্পীর অভিযোগ-ওইদিন নুরুল ইসলাম তাদের বাড়ির পানির সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছিলেন। এতে তারা চরম দুর্ভোগে পড়েন। গতকাল পানির সংযোগ দেওয়া হয়েছে এবং সেই দেয়াল আংশিক ভেঙে তাদের চলাচলের ব্যবস্থা করে দিয়েছে পুলিশ। পুলিশ জানিয়েছে, ওই রাস্তা নিয়ে ২০০৪ সাল থেকে দুই পরিবারের দ্বন্দ্ব চলছে।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ওয়ারি বিভাগের উপ-কমিশনার শাহ্ ইফতেখার আহমেদ সমকালকে বলেন, গত ৮ এপ্রিল বিবিরবাগিচা এলাকায় আসামি ধরতে গিয়ে আসামির সঙ্গে তিন পুলিশ সদস্য ও এক আনসার অপেশাদার আচরণ করেন। এ কারণে তিন পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
জানা গেছে, এ ঘটনায় ওয়ারি বিভাগের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার কামরুল ইসলামকে প্রধান করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্তে প্রমাণ মিললে অভিযুক্তদের বিরুদ্ধে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
- বিষয় :
- পুলিশ
- বরখাস্ত
- ৯৯৯
- উল্টো নির্যাতন
- আনসার সদস্য