ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

রাস্তায় রাস্তায় হারানো মেয়েকে খুঁজছেন বাবা

রাস্তায় রাস্তায় হারানো মেয়েকে খুঁজছেন বাবা

হারিয়ে যাওয়া জান্নাত-সংগৃহীত ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১৩ অক্টোবর ২০১৯ | ১০:১০

সন্তান হারিয়ে পাগলপ্রায় রিকশাচালক বাবা মো. দুলাল মিয়া। রাস্তায় রাস্তায় খুঁজছেন পঙ্গু মেয়ে জান্নাতকে (১৫)। মেয়ের সন্ধান পেতে মঙ্গলবার রাজধানীর হাজারীবাগ থানায় একটি সাধারণ ডায়েরিও করেছেন তিনি। 

হাজারীবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, পঙ্গু মেয়ে জান্নাতকে হারিয়ে বাবা দুলাল মিয়া এসেছিলেন থানায় জিডি করতে। অনুরোধ করেছেন তার মেয়েকে খুঁজে বের করতে। আমরা সাধ্যমত চেষ্টা করে যাচ্ছি। জান্নাতকে খোঁজার দায়িত্ব দেওয়া হয়েছে উপ-পরিদর্শক রাজীব আহসানকে। 

উপ-পরিদর্শক রাজীব আহসান বলেন, থানায় জিডি করার পর আমরা রাজধানীর সব থানায় বার্তা পাঠিয়েছি। মেয়েটির সন্ধান পাওয়া গেলে জানানোর জন্য অনুরোধ করা হয়েছে। সাধ্যমত চেষ্টা চলছে। গণমাধ্যম কর্মীদের সহযোগিতা পেলে জান্নাতকে খুঁজে পাওয়া আরও সহজ হবে।  

জান্নাতের বাবা দুলাল মিয়া বলেন, ৭ অক্টোবর বিকেলে জান্নাত হারিয়ে যায়। তার সন্ধানে আত্মীয়-স্বজনদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। কোথাও মেয়েটিকে পাওয়া যাচ্ছে না।

তিনি বলেন, তার বাসা ২৮/গ/৫, ঝিগাতলা, চরকঘাটা গলি, ট্যানারি মোড়। তার মোবাইল নম্বর-০১৭৭৯৫৯০৮৮। কেউ জান্নাতের সন্ধান পেলে এই নম্বরে যোগাযোগ করতে অনুরোধ জানান তিনি।

আরও পড়ুন

×