ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

নিখোঁজের ২ দিন পর গৃহবধূর লাশ মিলল বুড়িগঙ্গায়

নিখোঁজের ২ দিন পর গৃহবধূর লাশ মিলল বুড়িগঙ্গায়

প্রতীকী ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০৬ মে ২০২২ | ১৩:০৪ | আপডেট: ০৬ মে ২০২২ | ১৩:০৪

রাজধানীর মিরপুর থেকে নিখোঁজের দু'দিন পর বুড়িগঙ্গা থেকে নাসরিন আক্তার (২৬) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। বছিলা এলাকায় নদী থেকে শুক্রবার রাতে লাশ উদ্ধার করা হয়।

আমিনবাজার নৌ পুলিশ ফাঁড়ির এক কর্মকর্তা জানান, নাসরিনের বাড়ি মাদারীপুরের আলীপুরে। গত বুধবার বিকেলে মিরপুরের বাসা থেকে গাবতলীর বর্ধনবাড়ি যাওয়ার পথে নিখোঁজ হয়েছিলেন তিনি। শুক্রবার বুড়িগঙ্গায় তার লাশ পাওয়া যায়।

পুলিশ জানায়, রাতে লাশ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য মরদেহ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। এটি হত্যাকাণ্ড কিনা নিশ্চিত হওয়া যায়নি। পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) একটি দল আলামত সংগ্রহ করেছে।

আরও পড়ুন

×