ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

ইউনাইটেড হাসপাতালে সমাজকল্যাণ মন্ত্রী

ইউনাইটেড হাসপাতালে সমাজকল্যাণ মন্ত্রী

সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০৮ মে ২০২২ | ০৫:২৯ | আপডেট: ০৮ মে ২০২২ | ০৫:২৯

হৃদরোগে আক্রান্ত সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদকে রাজধানীর গুলশানের ইউনাইটেড হাসপাতালে নেওয়া হয়েছে। 

এর আগে রোববার দুপুর ১টা ২০ মিনিটে তিনি রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের হৃদরোগ বিভাগ থেকে অ্যাম্বুলেন্সে করে ক্যান্টনমেন্টের দিকে রওনা হন। সেখান থেকে বিমান বাহিনীর এয়ারঅ্যাম্বুলেন্সে করে তাকে ঢাকার উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়। মন্ত্রীর সাথে এয়ার অ্যাম্বুলেন্সে তার ছেলে রাকিবুজ্জামান রাকিবসহ পরিবারের আরও তিন সদস্য ঢাকায় গেছেন।

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের হৃদরোগ বিভাগের বিভাগীয় প্রধান ডা. শাকিল গফুর বলেন, মন্ত্রী ঈদ পরবর্তীতে কয়েকটি জনসভায় অংশ নিয়েছিলেন। শনিবার অনেক রাতে তিনি রাতের খাবার খেয়ে পান-সুপারি খাওয়ার সময় বুকে ব্যথা অনুভব করেন। এদিন রাত আড়াইটার দিকে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

তিনি আরও বলেন, তার হার্ট অ্যাটাকের কোন লক্ষণ ছিল কি না এজন্য আমরা ইসিজি করেছি। সেটি নরমাল পাই। এছাড়া এনজাইম পরীক্ষা করে স্বাভাবিক ফল পাওয়া গেছে। তবে একবার এনজাইম পরীক্ষা করে সঠিকভাবে মূল্যায়ন করা যায় না। আমাদের হাসপাতালে থাকলে আমরা আরও অনন্ত ২টি এনজাইম পরীক্ষা করতাম। তিনি দুপুর পর্যন্ত ভালো ছিলেন। তার রক্তচাপ স্বাভাবিক, শ্বাসকষ্ট-বুকে ব্যথা নেই। পরিবারের সদস্যদের মতামতের ভিত্তিতে মন্ত্রী মহোদয়কে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

উল্লেখ্য, শনিবার রাতে নিজ গ্রামের বাড়ি লালমনিরহাটের কালীগঞ্জে অবস্থানকালীন বুকে প্রচণ্ড ব্যথা অনুভব করেন সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ । অ্যাম্বুলেন্সে করে রাত আড়াইটায় তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের কার্ডিওলজি বিভাগের সিসিইউতে ভর্তি করা হয়। তিনি সিসিইউ বিভাগের প্রধান অধ্যাপক ডা. শাকিল গফুরের তত্ত্বাবধানে ছিলেন।

আরও পড়ুন

×