ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

স‌্যার সলিমুল্লাহ ‌মে‌ডিক‌্যাল ক‌লেজ

বাস‌যোগ‌্য ছাত্রাবাস গড়‌ার দাবিতে অধ‌্যক্ষকে অবরুদ্ধ

বাস‌যোগ‌্য ছাত্রাবাস গড়‌ার দাবিতে অধ‌্যক্ষকে অবরুদ্ধ

মিটফোর্ড প্রতিবেদক

প্রকাশ: ০৮ জুন ২০২২ | ০৪:৩৬ | আপডেট: ০৮ জুন ২০২২ | ০৪:৩৬

স‌্যার স‌লিমুল্লাহ মে‌ডিক‌্যাল ক‌লে‌জের ছাত্রাবা‌সগু‌লোতে বাস‌যোগ‌্য প‌রি‌বেশ গ‌ড়ে তোলার দাবি‌তে অধ‌্যক্ষ নূরুল হুদা লে‌লিন‌কে ‌দেড় ঘন্টা অব‌রুদ্ধ ক‌রে রা‌খে শিক্ষার্থীরা।

বুধবার সকাল ১০টার দি‌কে ক‌য়েকশত শিক্ষার্থী ক‌লে‌জের একা‌ডে‌মিক ভব‌নে জ‌ড়ো হ‌য়ে অধ‌্যক্ষ‌কে অবরুদ্ধ করে রাখেন। প‌রে তি‌নি শিক্ষার্থী‌দের স‌ঙ্গে আলোচনায় ব‌সে সমস‌্যা সমাধা‌নের আশ্বা‌সে দিলে তারা অব‌রোধ তু‌লে নেয়।

ঘটনার সত‌্যতা নি‌শ্চিত ক‌রে ক‌লে‌জের স‌চিব মো. এনা‌য়েত কবীর সমকাল‌কে ব‌লেন, ক‌লে‌জ হো‌স্টেলগু‌লো‌ পুরান হ‌য়ে যাওয়ায় সুয়া‌রেজ, পা‌নির লাইন ও আসবাবপত্র,দরজা জানালা ভে‌ঙ্গে যাওয়ায় হলগু‌লো‌তে বসবাস করা কষ্টকর হ‌য়ে প‌ড়ে‌ছে। বি‌শেষ ক‌রে গত একমাস যাবৎ পা‌নি না থাকায় বে‌শি সমস‌্যা হ‌চ্ছে।‌ এজন‌্য ছাত্রদের জন‌্য নতুন দু‌টি ও ছাত্রী‌দের জন‌্য এক‌টি নতুন হো‌স্টেল তৈ‌রির সিদ্ধান্ত নেয়া হয়।‌ তাছাড়া বিদ‌্যমান সমস‌্যাগু‌লো ‌চি‌হ্নিত ক‌রে দ্রুত সমস‌্যা সমাধান করা হ‌বে ব‌লে জানান তি‌নি।



আরও পড়ুন

×