ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

বাসচাপায় পুলিশ কনস্টেবল নিহতের ঘটনায় চালক-মালিক গ্রেপ্তার

বাসচাপায় পুলিশ কনস্টেবল নিহতের ঘটনায় চালক-মালিক গ্রেপ্তার

প্রতীকী ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১০ জুন ২০২২ | ১২:৩১ | আপডেট: ১০ জুন ২০২২ | ১৩:১৫

রাজধানীর কারওয়ান বাজারের সোনারগাঁও হোটেলের সামনে বাসচাপায় পুলিশ সদস্য নিহত হওয়ার ঘটনায় দু'জনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। শুক্রবার রাতে র‌্যাব সদর দপ্তর থেকে পাঠানো এক বার্তায় এসব তথ্য জানানো হয়েছে।

গ্রেপ্তার দুইজন হলেন, বাসের চালক জাকির হোসেন ও মালিক মোহাম্মদ আলম।

র‌্যাব জানায়, ঢাকার সাভার থেকে আলম এবং ব্রাহ্মণবাড়ীয়ার নাসিরনগর থেকে জাকিরকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার সকালে এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।

গত ৬ জুন সকালে মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় পুলিশ কনস্টেবল কোরবান আলীকে চাপা দেয় ওয়েলকাম পরিবহনের একটি বাস। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তখন বাসটি জব্দ করা হলেও এর চালক পালিয়ে যান।

আরও পড়ুন

×