অনলাইন জুয়াড়ি চক্রের ২ সদস্য গ্রেপ্তার

প্রতীকী ছবি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১৫ জুন ২০২২ | ০৬:০২ | আপডেট: ১৫ জুন ২০২২ | ০৬:২৬
রাজধানীর মগবাজারের মধুবাগ এলাকা থেকে অনলাইন জুয়াড়িচক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। মঙ্গলবার রাতে এ অভিযান চালায় ডিবির তেজগাঁও বিভাগের সংঘবদ্ধ অপরাধ, গাড়িচুরি প্রতিরোধ ও উদ্ধার টিম।
গ্রেপ্তার দুইজন হলেন- সারোয়ার হোসেন খন্দকার ওরফে আবির ও নাজমুস সাকিব।
ডিবি তেজগাঁও বিভাগের সহকারী কমিশনার হাসান মুহাম্মদ মুহতারিম জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায়, মধুবাগ এলাকায় কয়েকজন অনলাইনে জুয়া খেলছেন। এরপর ডিবির একটি দল ঘটনাস্থলে গেলে তারা পালানোর চেষ্টা চালান। এ সময় দু'জনকে গ্রেপ্তার করা সম্ভব হয়। তাদের কাছ থেকে দু'টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। তারা নিজেদের নাম-ঠিকানা গোপন করে ভিন্ন নামে অনলাইনভিত্তিক কিছু সফটওয়্যারের মাধ্যমে জুয়া খেলে আসছিলেন।
ডিবির সহকারী কমিশনার বলেন, বাজির টাকা অনলাইন কারেন্সি 'পিইউবি'র মাধ্যমে ই-ট্রানজেকশন করতেন তারা। তাদের বিরুদ্ধে হাতিরঝিল থানায় মামলা হয়েছে।