ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

কমলাপুরে টিকিটের আশায় দীর্ঘ লাইন

কমলাপুরে টিকিটের আশায় দীর্ঘ লাইন

টিকিটের আশায় ভিড় বেড়েছে কমলাপুরে।

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০২ জুলাই ২০২২ | ২২:৩৫ | আপডেট: ২২ এপ্রিল ২০২৩ | ০৬:৫৯

ঢাকার কমলাপুর রেলস্টেশনে আজও (রোববার) দেখা গেছে ঈদের অগ্রিম টিকিটপ্রত্যাশীদের দীর্ঘ লাইন। অগ্রিম টিকিট বিক্রির আজ তৃতীয় দিন। আজ সকালে টিকিটপ্রত্যাশীদের চাপ গত দুই দিনের তুলনায় বেশি ছিল। 

 কমলাপুর স্টেশনের মূল প্ল্যাটফর্মের বাইরে চলে গেছে টিকিটপ্রত্যাশীদের লাইন। লাইনে যারা সামনের দিকে আছেন, তাঁদের অধিকাংশই গতকাল শনিবার থেকে অবস্থান করছেন। অপেক্ষায় থাকা অনেকে ক্লান্ত হয়ে প্ল্যাটফর্মের মেঝেতে বসে আছেন।

এদিকে, পেছনের দিকে থাকা অধিকাংশই মনে করছেন, তাঁরা টিকিট পাবেন না। টিকিট না পেলে কেউ কেউ চলে যাবেন, আবার কেউ আগামীকাল সোমবার যেন পান, সেই আশায় থেকে যাবেন।

আরও পড়ুন

×