ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

'মান্নান হীরা স্মারক বক্তৃতা' চালু করেছে আরণ্যক

'মান্নান হীরা স্মারক বক্তৃতা' চালু করেছে আরণ্যক

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০৭ জুলাই ২০২২ | ১১:০২ | আপডেট: ০৭ জুলাই ২০২২ | ১১:০২

প্রয়াত দেশবরেণ্য নাট্যকার, নির্দেশক ও অভিনেতা মান্নান হীরার ৬৭তম জন্মবার্ষিকী বৃহস্পতিবার। এ উপলক্ষে আরণ্যক নাট্যদল 'মান্নান হীরা স্মারক বক্তৃতা' চালু করেছে। এ বছর ১ম মান্নান হীরা স্মারক বক্তৃতা প্রদান করেন শিল্প সমালোচক ও মুক্তিযোদ্ধা জাদুঘরের ট্রাস্টি মফিদুল হক।

বৃহস্পতিবার বিকাল ৪টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা সেমিনার রুমে এই স্মারক বক্তৃতা'র আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতে আরণ্যক নাট্যদলের প্রধান সম্পাদক বরেণ্য নাট্যকার, নির্দেশক ও অভিনেতা মামুনুর রশীদ স্বাগত বক্তৃতা প্রদান করেন। এরপর ছিল মফিদুল হকের বক্তৃতা পাঠ। বক্তৃতায় মফিদুল হক বলেন, মান্নান হীরা সামগ্রিকভাবে ছিলেন নাট্যচর্চায় নিবেদিত এবং বিশেষভাবে পথনাটকে সমর্পিত একজন মানুষ। তাঁর মতো এমন একাদিক্রমে পথনাটকের চর্চা আর কেউ করেছেন বলে মনে হয় না।

তিনি আরও বলেন, মুক্তিযুদ্ধের এক শ্রেষ্ঠ সাংস্কৃতিক ফসল বাংলাদেশের নাটকের নব-উত্থান। যুদ্ধ বিধ্বস্ত রক্তাক্ত দেশ যে আর সব শিল্পমাধ্যমের তুলনায় নাটকে অনেক বেশিভাবে খুঁজে পেল আপন অন্তরের রুদ্ধ আবেগ এবং স্বাধীনতার আকাশচুম্ভি স্বপ্নসাধ প্রকাশের আকৃতি, সেটা তলিয়ে দেখার রয়েছে। নাটক একান্তভাবেই যৌথ শিল্প, বাংলাদেশের অভ্যুদয় যেমন যৌথতার এক অনন্য প্রকাশ।
বক্তৃতা শেষে মুক্ত আলোচনায় যোগ দেন কামালউদ্দিন কবির, জাহিদ রিপন, হারুন রশীদ, আজাদ আবুল কালাম, আহমেদ গিয়াস, অনন্ত হিরা, ফয়েজ জহির, মীর জাহিদ হাসান, মোমেনা চৌধুরী, শামীমা শওকত লাভলী, কাজী তৌফিকুল ইসলাম ইমন প্রমুখ নাট্যব্যক্তিত্ব।

মান্নান হীরার সহধর্মীনী সৈয়দা নাদিরা অনুর বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়। প্রতিবছর মান্নান হীরার জন্মবার্ষিকীতে নিয়মিত এই স্মারক বক্তৃতার আয়োজন করা হবে জানিয়েছে নাট্যদল আরণ্যক।

আরও পড়ুন

×