ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

পুরান ঢাকায় এসি বিস্ফোরণে দগ্ধ আরেক শ্রমিকের মৃত্যু

পুরান ঢাকায় এসি বিস্ফোরণে দগ্ধ আরেক শ্রমিকের মৃত্যু

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১১ ফেব্রুয়ারি ২০২০ | ০১:০১ | আপডেট: ১১ ফেব্রুয়ারি ২০২০ | ০৪:১০

রাজধানীর পুরান ঢাকার ইসলামপুরে শীতাতপ নিয়ন্ত্রণ (এসি) যন্ত্র মেরামতের সময় কম্প্রেসার বিস্ফোরণে দগ্ধ আরেক শ্রমিকের মৃত্যু হয়েছে।

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকাল পৌনে ৯টার দিকে আল আমীন (২৫) নামের ওই শ্রমিকের মৃত্যু হয়।

ঢামেক পুলিশ ফাঁড়ির পরিদর্শক বাচ্চু মিয়া জানান, আগুনে আল আমীনের শরীরের ১৪ শতাংশ পুড়ে গিয়েছিল।

কোতোয়ালি থানার পরিদর্শক (অপারেশন) মীরু মিয়া জানান, ইসলামপুরের লায়ন টাওয়ারে কম্প্রেসার বিস্ফোরণের ওই ঘটনায় দগ্ধ তিনজনের মধ্যে এ নিয়ে দুইজনের মৃত্যু হলো। ১২ তলা ওই ভবনে এসি মেরামতের কয়েকটি দোকান আছে।

সোমবার সন্ধ্যায় একটি দোকানের কর্মীরা ভবনের ছাদে বসে এসি মেরামত করার সময় কম্প্রেসার বিস্ফোরিত হলে তিনজন দগ্ধ হন। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।

এদের মধ্যে আশিকুর রহমান আশিক (২০) সোমবার রাত সাড়ে ১০টার দিকে বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। আরিফ (১৮) নামে আরেক শ্রমিক ঢামেকের বার্ন ইউনিটে ভর্তি আছেন।


আরও পড়ুন

×