ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

কলাবাগানে গৃহবধূকে কুপিয়ে হত্যা, স্বামী আটক

কলাবাগানে গৃহবধূকে কুপিয়ে হত্যা, স্বামী আটক

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২০ | ১২:৫৮ | আপডেট: ১২ ফেব্রুয়ারি ২০২০ | ১৩:১৭

রাজধানীর কলাবাগান এলাকার একটি বাসায় সাজেদা আক্তার (৩৫) নামে এক গৃহবধূকে দা দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে। 

বুধবার রাতে নর্থ সার্কুলার রোডে ভাড়া বাসায় ওই হত্যাকাণ্ডের পর স্বামী ফেরদৌস আলমকে আটক করেছে পুলিশ।

পুলিশ জানায়, পেশায় রিকশাচালক ফেরদৌস ও সাজেদা দুই শিশু ছেলে নিয়ে ভাড়া বাসায় থাকত। বুধবার রাত সাড়ে ৮টার দিকে ফেরদৌস বাসায় ফিরে স্ত্রীর সঙ্গে ঝগড়া করে। একপর্যায়ে সে সাজেদাকে বাসায় থাকা দা দিয়ে কুপিয়ে রক্তাক্ত করে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

প্রতিবেশীদের বরাত দিয়ে পুলিশ বলছে, সাজেদার চিৎকারে প্রতিবেশীরা ওই বাসায় গেলে ফেরদৌস পালানোর চেষ্টা করে। তখন লোকজন তাকে আটকে পুলিশে খবর দেন। পুলিশ ফেরদৌসকে আটক করে থানায় নেয়। মরদেহ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।

কলাবাগান থানার পরিদর্শক (তদন্ত) আসাদুজ্জামান সমকালকে বলেন, ফেরদৌস ও সাজেদা দম্পতির মধ্যে দীর্ঘদিন ধরে পারিবারিক কলহ চলে আসছিল। স্বামী তাকে নানা বিষয়ে সন্দেহ করত। এর জেরে বুধবারও দু'জনের মধ্যে ঝগড়া হয়। এরই একপর্যায়ে সাজেদাকে কুপিয়ে হত্যা করা হয় বলে প্রাথমিকভাবে জানা গেছে। এ ঘটনায় ফেরদৌসকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

আরও পড়ুন

×