পান্না কায়সারকে সংবর্ধনা দিল খেলাঘর

সংবর্ধনা অনুষ্ঠানের একটি চিত্র
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ৩০ জুলাই ২০২২ | ১১:১৬ | আপডেট: ৩০ জুলাই ২০২২ | ১১:১৬
বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ও ফেলোশিপ প্রাপ্তিতে জাতীয় শিশু-কিশোর সংগঠন কেন্দ্রীয় খেলাঘরের সভাপতিমণ্ডলীর চেয়ারম্যান অধ্যাপিকা পান্না কায়সারকে সংবর্ধনা দিয়েছে খেলাঘর ঢাকা মহানগরী কমিটি। শনিবার জাতীয় প্রেস ক্লাবের হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
শিশু-কিশোরদের মধ্যে অসাম্প্রদায়িক চেতনা ছড়িয়ে দিতে সবার প্রতি আহ্বান জানিয়ে সংবর্ধনা অনুষ্ঠানে অনুভূতি প্রকাশ করতে গিয়ে পান্না কায়সার বলেন, শত প্রতিবন্ধকতা কাটিয়ে আমি বিশ্বাস করি বাংলাদেশ দিন দিন আরও এগিয়ে যাবে। মুক্তিযুদ্ধের বাংলাদেশে সাম্প্রদায়িকতার কোনো ঠাঁই হবে না। এজন্য নতুন প্রজন্মের মধ্যে দেশপ্রেম আরও বেশি জাগিয়ে তুলতে হবে।
শিশুদের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতির বলয়ে গড়ে তোলার বিকল্প নেই বলেও মনে করেন তিনি। নতুন প্রজন্মকে মোবাইল আসক্তি থেকে ফেরাতে অভিভাবকদের সচেতন হওয়ারও আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় খেলাঘরের সাধারণ সম্পাদক অধ্যাপক প্রণয় সাহা, সভাপতিমণ্ডলীর সদস্য আবদুল মতিন ভূঁইয়া, ঢাকা মহানগরী কমিটির সভাপতি ও ভোরের কাগজ সম্পাদক শ্যামল দত্ত, মহানগরী কমিটির সাধারণ সম্পাদক শফিকুর রহমান শহীদ, হান্নান চৌধুরী, অভিনেত্রী শমী কায়সার, সাংবাদিক অশোকেশ রায়, আশরাফিয়া আলী আহমেদ নান্তু, আবদুল মান্নান, শামীম আহমেদ প্রমুখ।