ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

রেল লাইনে খেলতে গিয়ে প্রাণ গেল শিশুর

রেল লাইনে খেলতে গিয়ে প্রাণ গেল শিশুর

ফাইল ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০৮ আগস্ট ২০২২ | ০৯:৪৯ | আপডেট: ০৮ আগস্ট ২০২২ | ০৯:৫১

রাজধানীর মগবাজার ওয়্যারলেস গেট এলাকায় ট্রেনের ধাক্কায় মোহাম্মদ শামীম নামে আট বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার দুপুরে শিশুটি রেললাইনে খেলা করার সময় এমন মর্মান্তিক ঘটনা ঘটে।

রেল পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা দেড়টার দিকে শামীম ওয়্যারলেস গেট রেল লাইনে খেলা করছিল। এসময় কমলাপুর থেকে ছেড়ে আসা একটি ট্রেন তাকে ধাক্কা দিলে সে গুরুতর আহত হয়। এরপর শামীমকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শিশুটির বাবা রুবেল মিয়া জানান, তাদের বাড়ি ময়মনসিংহের ধোবাউড়া থানার চন্দ্রি কান্দা গ্রামে। বর্তমানে তিনি স্ত্রী-সন্তান নিয়ে ওয়্যারলেস গেট এলাকার বস্তিতে থাকেন।

তিনি আরও জানান, তার ছেলে নিয়মিতই বাসার পাশে রেল লাইনে খেলা করে। এমন ঘটনা ঘটবে-তা তিনি মেনে নিতে পারছেন না।

ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, শিশুটির মরদেহ ময়নাতদন্ত শেষে হস্তান্তর করা হয়েছে।


আরও পড়ুন

×