সাংবাদিকের ওপর হামলা
অভিযুক্ত চিকিৎসকের নিবন্ধন বাতিল দাবি বিএইচআরএফের

সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১২ আগস্ট ২০২২ | ১০:৩৬ | আপডেট: ১২ আগস্ট ২০২২ | ১০:৩৬
পেশাগত দায়িত্ব পালনের সময় ইনডিপেনডেন্ট টেলিভিশনের জ্যেষ্ঠ প্রতিবেদক হাসান মিসবাহর ওপর হামলায় নেতৃত্ব দেওয়া চিকিৎসকের বিএমডিসির নিবন্ধন স্থায়ীভাবে বাতিলের দাবি জানিয়েছে বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরাম (বিএইচআরএফ)। হামলায় সহায়তাকারী পুলিশ কর্মকর্তার শাস্তি নিশ্চিত এবং অবৈধ ক্লিনিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া না হলে বিএমডিসি ভবনের সামনে কর্মসূচি পালনের হুঁশিয়ারিও দিয়েছে স্বাস্থ্য সাংবাদিকদের সংগঠনটি। শুক্রবার জাতীয় প্রেস ক্লাব চত্বরে বিএইচআরএফ আয়োজিত প্রতিবাদ সমাবেশে এ দাবি জানানো হয়।
তিনি আরও বলেন, হামলার নেতৃত্ব দেওয়ায় চিকিৎসক ডা. এইচ এম ওসমানীর বিএমডিসির সনদ বাতিল করতে হবে। আগামী ১৫ দিনের মধ্যে এটি না হলে বিএমডিসি ভবনের সামনে কর্মসূচি পালন করা হবে। তাতেও দাবি আদায় না হলে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সামনে কর্মসূচি করা হবে। এ ছাড়া হামলায় সহায়তাকারী এসআইর বিরুদ্ধেও ব্যবস্থা নিতে হবে।