ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

জনপ্রশাসনের ছয় কর্মচারী 'মাসের সেরা কর্মী' নির্বাচিত

জনপ্রশাসনের ছয় কর্মচারী 'মাসের সেরা কর্মী' নির্বাচিত

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১৫ অক্টোবর ২০১৯ | ০৮:৫২

শৃঙ্খলা ও কর্মদক্ষতার জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ের ছয় কর্মচারীকে 'মাসের সেরা কর্মী' নির্বাচিত করা হয়েছে।

মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে তাদের সনদ ও ক্রেস্ট প্রদান করেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।

জনপ্রশাসনে কর্মচারীদের দাফতরিক কর্মে স্বীকৃতি প্রদানের মাধ্যমে সেবার গুণগত মান ও কর্মস্পৃহা বৃদ্ধি, ইতিবাচক প্রতিযোগিতার মনোভাব সৃষ্টি এবং আত্মোন্নয়নের লক্ষ্যে মাসের এই সেরা কর্মী নির্বাচন প্রক্রিয়া শুরু হয়েছে।

গ্রেড ১০ হতে ২০ এর তিন ক্যাটাগরির ৬ জন কর্মচারীকে গত জুলাই ও আগস্ট মাসের সেরা কর্মচারী হিসেবে নির্বাচন করা হয়।

জুলাই মাসের সেরা কর্মী হলেন- প্রশাসনিক কর্মকর্তা মো. মনজুর রহমান সরকার, নাজির মো. আব্বাস উদ্দিন ও অফিস সহায়ক মো. আব্দুর রশিদ এবং আগস্ট মাসের সেরা কর্মী হলেন- প্রশাসনিক কর্মকর্তা মো. ওমর ফারুক, ডাটা এন্ট্রি/কন্ট্রোল অপারেটর সেলিম রেজা ও অফিস সহায়ক মফজল আহমদ।

পুরস্কার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন শৃঙ্খলা ও আন্তরিকতার সাথে কাজ করতে সরকারি কর্মচারীদের প্রতি আহ্বান জানান।

তিনি বলেন, জনপ্রশাসন মন্ত্রণালয়ের অন্যতম প্রধান কাজ দক্ষ মানবসম্পদ তৈরি করা ও তাদেরকে সঠিক স্থানে পদায়ন। এ মন্ত্রণালয়ে যারা কর্মরত আছেন তারা অন্যান্য সকলের কাছে অনুকরণীয়।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব ফয়েজ আহম্মদের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিরিক্ত সচিব দুলাল কৃষ্ণ সাহা স্বাগত বক্তব্য রাখেন।

আরও পড়ুন

×