ছেলেকে বাঁচাতে গিয়ে বাবার মৃত্যু, পুত্রবধূ ও বেয়াইন গ্রেপ্তার

সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১৪ আগস্ট ২০২২ | ১৩:০৬ | আপডেট: ১৪ আগস্ট ২০২২ | ১৩:০৬
রাজধানীর পল্লবীতে ছেলেকে বাঁচাতে গিয়ে পিটুনিতে মারা গেছেন নজির চৌধুরী (৫৫) নামে এক ব্যক্তি। গত শনিবার রাতের এ ঘটনায় নিহতের পুত্রবধূ সেলিনা আক্তার ও সেলিনার মা শিউলীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ জানায়, সংসারে আলাদা না হওয়ায় অভিমান করে গত ৮ আগস্ট সেলিনা বাবার বাড়ি চলে যান। ১২ আগস্ট সেলিনা ও মাহবুবের মধ্যে ঝগড়া হয়। এ খবর শুনে নজির চৌধুরী ফোনে শিউলীকে বলেন, সেলিনাকে নিয়ে বাউনিয়া বাঁধে তাঁর বাসায় আসতে। শনিবার রাতে শিউলী, তাঁর স্বামী সেলিম, মেয়ে সেলিনা ও সেলিমের ভাই রাজ্জাককে নিয়ে বাউনিয়া বাঁধে নজিরের বাসায় যান। দুই পরিবারের আলোচনার মধ্যেও সেলিনা স্বামীকে নিয়ে আলাদা সংসার করার জন্য চাপ দেন।
এ নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে স্বামী মাহবুবের গলা টিপে ধরেন সেলিনা। তখন নজির চৌধুরী নিজের ছেলেকে ছাড়িয়ে নিতে গেলে মাহবুবের শ্বশুরসহ অন্যরা তাঁকে কিলঘুষি ও চড়থাপ্পড় মারেন। এতে অসুস্থ হয়ে পড়েন নজির। এরপর দ্রুত মিরপুরের একটি হাসপাতালে নেওয়া হলে তাঁকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
এ ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে সেলিনা, শিউলী, সেলিম ও রাজ্জাকের বিরুদ্ধে পল্লবী থানায় মামলা করেন।
পল্লবী থানার ওসি পারভেজ ইসলাম বলেন, সেলিনা ও শিউলীকে গ্রেপ্তার করা হয়েছে। অপর দুই আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। গতকাল শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ মর্গে নজিরের মরদেহের ময়নাতদন্ত করা হয়।