শিশুদের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করার দাবি কেন্দ্রীয় খেলাঘরের

সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১৫ অক্টোবর ২০১৯ | ০৮:৫৯
সমাজের সর্বস্তরে শিশুদের নিরাপদ পরিবেশ নিশ্চিত করার দাবি জানিয়েছে জাতীয় শিশু-কিশোর সংগঠন কেন্দ্রীয় খেলাঘর আসর।
মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সংগঠনের সভাপতিমণ্ডলীর চেয়ারম্যান অধ্যাপক পান্না কায়সার ও সাধারণ সম্পাদক প্রণয় সাহা এ দাবি জানান।
বিবৃতিতে সুনামগঞ্জের দিরাই উপজেলায় পাঁচ বছরের শিশু তুহিন হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়। সেইসঙ্গে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানানো হয় খেলাঘর পরিবারের পক্ষ থেকে।
বিবৃতিতে সংগঠকরা বলেন, তুহিন হত্যাকাণ্ডের ঘটনায় সুনামগঞ্জসহ দিরাইয়ের সবাই যেমন শোকে বিহ্বল তেমনি আমরাও নির্বাক, হতবাক এবং বিস্মিত। এ ঘটনায় গোটা জাতির সঙ্গে বাকরুদ্ধ খেলাঘর পরিবারের প্রতিটি সদস্য। কি এমন অপরাধ করেছিল পাঁচ বছরের শিশুটি। যে কারণে তাকে অল্পদিনেই পৃথিবী থেকে বিদায় করে দেয়া হলো। ঘাতকদের পৈশাচিকতা মধ্যযুগিয় বর্বরতাকেও হার মানিয়েছে।
সমাজে শিশুরা আজ নিরাপদ নয়- এ কথা উল্লেখ করে বিবৃতিতে খেলাঘর সংগঠকরা বলেন, একের পর এক শিশুরা হত্যা, ধর্ষণ ও নির্যাতনের শিকার হচ্ছে। পরিবার থেকে শুরু করে শিক্ষাপ্রতিষ্ঠানেও শিশুরা নিরাপদ পরিবেশ পাচ্ছে না। এতে নতুন প্রজন্মের মানসিক ও শারীরিক বিকাশেও বাধাসৃষ্টি হচ্ছে। সামাজিক চরম অবক্ষয়ের কারণে শিশুসহ অভিভাবকরাও আজ চরম আতঙ্কিত।
বিবৃতিতে আরও বলা হয়, প্রতিটি ঘটনার দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলত শাস্তি
নিশ্চিত করতে হবে। তাহলে অন্য কেউ শিশুদের ওপর নির্যাতন করতে ভয় পাবে।
আইনের প্রতি হবে শ্রদ্ধাশীল।
- বিষয় :
- শিশু হত্যা
- খেলাঘর