ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

ঢামেকে দুদকের অভিযান, দুই দালাল চিহ্নিত

ঢামেকে দুদকের অভিযান, দুই দালাল চিহ্নিত

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২৮ আগস্ট ২০২২ | ১৩:২২ | আপডেট: ০১ মে ২০২৩ | ১০:৪৪

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। রোববার দুদক টিম বিশেষ অভিযান পরিচালনা করে অন্তত দুই দালালকে চিহ্নিত করে।

দুদকের সহকারী পরিচালক রণজিৎ কুমার কর্মকার ও মোহাম্মদ নূর আলম সিদ্দিকীর সমন্বয়ে গঠিত এনফোর্সমেন্ট টিম এ অভিযান চালায়। এ সময় দুদকের সশস্ত্র ইউনিটের সদস্যরা সঙ্গে ছিলেন।

অভিযানকালে দুদক কর্মকর্তারা ছদ্মবেশে বহির্বিভাগে দীর্ঘ সময় অবস্থান করে দেখেন, কিছু লোক রোগীদের বিভিন্ন কাজ করে দেওয়ার নামে অবৈধভাবে অর্থ আদায় করছেন। তাদের মধ্যে আলী ও রাজিব নামের দু'জনকে চিহ্নিত করা হয়। তবে অভিযানকালে তাঁদের ধরতে পারেনি এনফোর্সমেন্ট টিম।

অভিযান শেষে দুদক কর্মকর্তারা হাসপাতালের পরিচালক ও উপপরিচালকের সঙ্গে আলোচনা করেন। তাঁরা হাসপাতালের সেবা দালালমুক্ত করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার জন্য অনুরোধ জানান।

আরও পড়ুন

×