ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

'কাঁচাবাজারে শৃঙ্খলা ফেরাতে প্রবিধান হচ্ছে'

'কাঁচাবাজারে শৃঙ্খলা ফেরাতে প্রবিধান হচ্ছে'

‘ঢাকা সাউথ সিটি ওয়ার্কিং গ্রুপ অন ফুড সিস্টেম’-এর বৈঠকে বক্তব্য রাখেন ফরিদ আহাম্মদ

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ৩০ আগস্ট ২০২২ | ০৫:২২ | আপডেট: ৩০ আগস্ট ২০২২ | ০৬:২৮

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) আওতাধীন এলাকায় প্রতিষ্ঠিত কাঁচা বাজারগুলোতে শৃঙ্খলা ফেরাতে প্রবিধান করা হচ্ছে বলে জানিয়েছেন সংস্থাটির প্রধান নির্বাহী কর্মকর্তা ফরিদ আহাম্মদ।

মঙ্গলবার ডিএসসিসি নগর ভবনে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) সঙ্গে যৌথভাবে আয়োজিত ‘ঢাকা সাউথ সিটি ওয়ার্কিং গ্রুপ অন ফুড সিস্টেম’-এর বৈঠকে সভাপতির বক্তব্যে তিনি এ কথা জানান।

ফরিদ আহাম্মদ বলেন, সম্প্রতি একটা প্রবিধান করেছি। সেটি স্থানীয় সরকার মন্ত্রণালয় হয়ে আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। আইন মন্ত্রণালয় কিছু পর্যবেক্ষণ দিয়েছে। আগামী ২ মাসের মধ্যে চূড়ান্ত একটি প্রবিধান পাওয়া যাবে।

এ ছাড়া নেদারল্যান্ডস সরকারের অর্থায়নে পরিচালিত জাতিসংঘের এফএও এবং ডিএসসিসিসহ ঢাকা উত্তর, গাজীপুর ও নারায়ণগঞ্জ সিটি করপোরেশন এলাকার জন্য ‘ঢাকা ফুড সিস্টেম ২০৪১’ শীর্ষক প্রকল্প গ্রহণ করা হয়েছে বলেও জানানো হয়। 

ঢাকা ফুড সিস্টেম (ডিএফএস) প্রকল্পের সিটি কো-অর্ডিনেটর শরিফা পারভীনের সঞ্চালনায় বৈঠকে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার ঢাকা ফুড সিস্টেম প্রকল্পের চিফ টেকনিক্যাল অ্যাডভাইজার জেভিয়ার বুন, ডিএসসিসির প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা এয়ার কমোডর সিতওয়াত নাঈম প্রমুখ বক্তব্য দেন।

আরও পড়ুন

×