অনলাইন বৈঠকে বক্তারা
সংবাদমাধ্যমকে বিভ্রান্ত করছে তামাক কোম্পানি

সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২২ | ১০:৫৮ | আপডেট: ১২ সেপ্টেম্বর ২০২২ | ১০:৫৮
তামাক কোম্পানির অযাচিত হস্তক্ষেপের ফলে আইন, বিধিমালা প্রণয়ন ও বহুমুখী পদক্ষেপ গ্রহণ করা হলেও প্রত্যাশিত ফল পাওয়া যাচ্ছে না। ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছে তামাক নিয়ন্ত্রণ কার্যক্রম। বিগত দিনগুলোতে তামাক নিয়ন্ত্রণ আইন প্রণয়ণ, আইন সংশোধন, বিধিমালা প্রণয়ন, আইন বাস্তবায়ন ক্ষেত্রে সংবাদমাধ্যমগুলোর ভূমিকা প্রসংশার দাবীদার। কিন্তু সম্প্রতি তামাক কোম্পানিগুলো সংবাদমাধ্যমে বিভ্রান্তকর প্রচারণা চালাচ্ছে।
সোমবার অনলাইনে অনুষ্ঠিত ‘তামাক নিয়ন্ত্রণে গণমাধ্যমের ভাবনা’ শীর্ষক আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন।
ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ (ডাব্লিউবিবি) ট্রাস্ট আয়োজিত এ সভায় বক্তব্য দেন হলি টাইমস্ পত্রিকার সম্পাদক ও প্রকাশক শ্যামল কান্তি নাগ, দৈনিক শেয়ার বিজের সিনিয়র রিপোর্টার মো. মাসুম বিল্লাহ, দৈনিক সমকালের স্টাফ রিপোর্টার সাজিদা ইসলাম পারুল প্রমুখ।
আয়োজক সংগঠনের সহকারী প্রকল্প কর্মকর্তা নাজমুন নাহারের সঞ্চালনায় সভায় প্রবন্ধ উপস্থাপন করেন প্রকল্প কর্মকর্তা মিঠুন বৈদ্য।
বক্তারা বলেন, বিগত সময়ে কয়েকটি তামাক কোম্পানি তামাক নিয়ন্ত্রণে সহায়ক নীতি প্রণয়নে প্রতিবন্ধকতা তৈরি করেছে, এখনও করছে। সুতরাং কোম্পানিগুলোর হস্তক্ষেপ প্রতিহত করে তামাক নিয়ন্ত্রণ আইন শক্তিশালী করা, তামাক কোম্পানি থেকে সরকারের শেয়ার প্রত্যাহার, হেলথ প্রমোশন ফাউন্ডেশন প্রতিষ্ঠা এবং সব ধরনের রাষ্ট্রীয় পুরস্কারের তালিকা থেকে তামাক কোম্পানির নাম বাদ দেওয়া জরুরি।
- বিষয় :
- তামাক কোম্পানি
- পদক্ষেপ