ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

দুর্গাপূজা টার্গেট করে কোটি টাকার জাল নোট ছাপিয়ে ধরা ৩

দুর্গাপূজা টার্গেট করে কোটি টাকার জাল নোট ছাপিয়ে ধরা ৩

উদ্ধার জাল টাকা ও ল্যাপটপ - সমকাল

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২২ | ০৬:৩২ | আপডেট: ১৫ সেপ্টেম্বর ২০২২ | ০৭:৩০

কোটি টাকার জাল নোটসহ তিনজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। বুধবার রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল ও গাজীপুর মহানগরের গাছা এলাকায় এ অভিযান চালানো হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, দুর্গাপূজাকে সামনে রেখে তারা এই বিপুল পরিমাণ জাল টাকা তৈরি করেছিলেন।

গ্রেপ্তার তিনজন হলেন- মজিবুর রহমান, শাকিল রহমান ওরফে আবদুর রহমান ও রাসেল উদ্দীন ওরফে রাসেল সরদার।

ডিবির প্রধান অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ বৃহস্পতিবার দুপুরে রাজধানীর মিন্টো রোডে তার কার্যালয়ে এ ব্যাপারে সাংবাদিকদের বিস্তারিত জানান। তিনি বলেন, বুধবার দুপুরে তেজগাঁও শিল্পাঞ্চলের কুনিপাড়া এলাকা থেকে জাল নোটের তিন কারবারিকে গ্রেপ্তার করে ডিবি লালবাগ বিভাগ। এ সময় তাদের কাছে ছয় লাখ টাকার জাল নোট পাওয়া যায়। পরে তাদের দেওয়া তথ্যে গাজীপুরের গাছা এলাকায় অভিযান চালিয়ে আরও ৯৪ লাখ ২৫ হাজার টাকার জাল নোট ও জাল টাকা তৈরির কাজে ব্যবহৃত একটি ল্যাপটপ, একটি কালার প্রিন্টার, দু'টি পারটেক্স বোর্ড, পাঁচটি ডাইসসহ অন্যান্য সরঞ্জাম উদ্ধার করা হয়।

জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে ডিবির প্রধান বলেন, তাদের নামে জাল নোটের কারবারে যুক্ত থাকার অভিযোগে মামলা রয়েছে। এ ঘটনায় তেজগাঁও শিল্পাঞ্চল থানায় মামলা হয়েছে। ডিবি লালবাগ বিভাগের উপকমিশনার রাজীব আল মাসুদের দিকনির্দেশনায় সহকারী কমিশনার মধুসূদন দাস এ অভিযান পরিচালনা করেন।

আরও পড়ুন

×