বনানী থেকে বিমানবন্দর পর্যন্ত তীব্র যানজট

ছবি: সংগৃহীত
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০২ অক্টোবর ২০২২ | ০৩:০২ | আপডেট: ০২ অক্টোবর ২০২২ | ০৩:০২
আজ ভোরের বৃষ্টিতে প্রায় হাঁটুপানি জমে যায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর বাসস্ট্যান্ডের গোলচত্বর এলাকায়। এই বৃষ্টির কারণে রাজধানীর বনানী থেকে বিমানবন্দর এলাকা পর্যন্ত তীব্র যানজট সৃষ্টি হয়েছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যানজট বেড়েছে গাজীপুর পর্যন্ত।
জানা যায়, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গাজীপুরের বোর্ডবাজার থেকে বিমানবন্দর এবং রাজধানীর বনানী থেকে টঙ্গীর চেরাগ আলী পর্যন্ত তীব্র যানজট রয়েছে। ঢাকায় ঢোকার মুখে আবদুল্লাহপুর থেকে বিমানবন্দর পর্যন্ত যানজট আছে।
যানজটে আটকে থাকা অনেক যাত্রী সামাজিক যোগাযোগ মাধ্যমে (ফেসবুকে) দুর্ভোগের বিষয়টি বলেন। কেউ কেউ দুই থেকে তিন ঘণ্টা একই জায়গায় বাসের ভেতর বসে থাকার কথা, কেউ আবার বনানী থেকে উত্তরা পর্যন্ত পায়ে হেঁটে রওনা দেওয়ার কথা বলেন।
ট্রাফিক পুলিশ জানায়, বিমানবন্দর এলাকায় বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) প্রকল্পের কারণে এমনিতেই মহাসড়ক এখন অনেক সরু। এর মধ্যে বৃষ্টির পানি রাস্তায় জমে যায়। পানি জমে থাকায় চালকেরা খানাখন্দ ও গর্ত বুঝতে পারেনি। এই পরিস্থিতিতে ঢাকায় প্রবেশ ও ঢাকা ছেড়ে যাওয়ার পথে দুপাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
- বিষয় :
- যানজট
- বনানী
- বিমানবন্দর সড়ক
- গাজীপুর
- তীব্র যানজট