শ্রমিকদের অধিকার রক্ষায় নতুন সংগঠন পিআইডব্লিউআরআর

ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে পিআইডব্লিউআরআর'র সংবাদ সম্মেলন। ছবি-সংগৃহীত
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২৩ অক্টোবর ২০২২ | ০৭:২২ | আপডেট: ২৩ অক্টোবর ২০২২ | ০৭:২২
শ্রমিকদের অধিকার রক্ষায় 'তৈরি পোশাক শ্রমিকের অধিকার বাস্তবায়নের নীতি নির্ধারণের উদ্যোগ' (পিআইডব্লিউআরআর) নামের নতুন সংগঠনের আত্মপ্রকাশ ঘটেছে।
রোববার রাজধানীর সেগুনবাগিচার ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুণী মিলনায়তন আয়োজিত সংবাদ সম্মেলনে এ সংগঠনের নাম প্রকাশ করেন সংগঠনটির আহ্বায়ক ও ন্যাশনাল গার্মেন্টস ওয়ার্কার্স ফেডারেশনের সভাপতি আমিরুল হক আমীন।
১০টি ট্রেড ইউনিয়ন ফেডারেশন ও প্রতিটি সংগঠনের একজন করে প্রতিনিধি নিয়ে এ সংগঠনটি গঠিত হয়েছে।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য দেন বাংলাদেশ বস্ত্র ও পোশাক শিল্প শ্রমিক লীগের সভাপতি জেড. এম. কামরুল আনাম। তিনি জানান, শ্রমিকদের স্বার্থ সংরক্ষণে সরকারি ও বিভিন্ন নীতি নির্ধারণী সংস্থার সঙ্গে অ্যাডভোকেসি করা ও বিভিন্ন আইন সংশোধনসহ নীতিমালা ও বিধিমালা প্রণয়ন করে শ্রমিকদের অধিকার আদায়ের লক্ষ্যে যাত্রা শুরু করেছে সংগঠনটি। প্রাথমিকভাবে শ্রম আইন ও বিধিমালা সংশোধন এবং আইএলও কনভেনশন ১৯০ এর অনুসমর্থন নিয়ে কাজ করবে।
কামরুল আনাম বলেন, আইনে যদি কালো আইন থাকে তা শ্রমিকের স্বার্থ সংরক্ষণে বাধা দেয়। দুই মাসের বেতন কেটে রাখছে মালিকরা। পোশাক শিল্পের অধিকাংশ নারী শ্রমিক। তারা মাতৃত্বকালীন সুযোগ সুবিধা থেকেও বঞ্চিত হয়। ছুটির পর একজন নারী যত বিলম্বে অফিসে যাবেন তত ওয়ারর্কিং আওয়ার কমে যাবে। পারিশ্রমিক কম পাবেন। এভাবে শ্রমিকদের প্রতারিত করা হচ্ছে।
সংগঠনের আহ্বায়ক আমীরুল হক আমীন বলেন, পলিসির জায়গায় ট্রেড ইউনিয়নের দুর্বলতা আছে। শ্রমিকদের জন্য শ্রম আইন, বিধিমালা এসব জায়গায় লবিং করা, শ্রমিকদের কথাকে যুক্ত করাসহ তাদের দাবিকে তুলে ধরার জায়গায় তারা খুব ভূমিকা পালন করতে পারছে না। মূলত এ দুর্বলতা কাটাতে ১০টি ট্রেড ইউনিয়ন নিয়ে নতুন এ প্লাটফর্ম তৈরি করেছি আমরা।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বাংলাদেশ অ্যাপারেল ওয়ার্কার্স ফেডারেশনের সভাপতি তৌহিদুর রহমান, ইউনাইটেড ফেডারেশন অব গার্মেন্টস ওয়ার্কার্সের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম, গার্মেন্টস অ্যান্ড টেইলার্স ওয়ার্কার্স ফেডারেশনের সভাপতি শহীদুল্লাহ বাদল, গার্মেন্টস শ্রমিক কর্মচারী লীগের সভাপতি লিমা ফেরদৌস, বাংলাদেশ জাতীয় শ্রমিক কর্মচারী পরিষদের সাধারণ সম্পাদক হেদায়েতুল ইসলাম প্রমুখ।