ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

মাদক-সন্ত্রাস-জঙ্গিবাদ রুখতে কামরঙ্গীরচরে ফুটবল টুর্নামেন্ট

মাদক-সন্ত্রাস-জঙ্গিবাদ রুখতে কামরঙ্গীরচরে ফুটবল টুর্নামেন্ট

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০৪ নভেম্বর ২০২২ | ১৩:৩১ | আপডেট: ০৪ নভেম্বর ২০২২ | ১৩:৩২

'মাদক সন্ত্রাস জঙ্গিবাদ পরিহার করি ফুটবল আনন্দে মাতি' স্লোগানকে ধারণ করে কামরাঙ্গীরচরে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২২ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকেলে কামরাঙ্গীরচর সরকারি হাসপাতাল মাঠে এ টুর্নামেন্টের আয়োজন করা হয়।

এ সময় ৫৬নং ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ হোসেন টুর্নামেন্টের উদ্ভোধন করেন। উদ্ভোধনী খেলায় ইসলাম নগর স্পোর্টিং ক্লাবকে ৫-০ গোলে পরাজিত করে ভৈরব থেকে আগত রাকিব স্পোর্টিং ক্লাব

খেলার মাঠে হাজার হাজার খেলাপ্রিয় দর্শকদের সমাগমের মধ্যে দিয়ে চলতে থাকা, দুই দলের সর্থকদের হরেক রকম সাঁজ সজ্জায় ও বাদ্য যন্ত্রে একটি উৎসব মুখর পরিবেশ সৃষ্টি হয়।

টুর্নামেন্টে উপস্থিত ছিলেন জাতীয় ক্রীড়া পুরস্কার প্রাপ্ত সাবেক ফুটবলার- ঢাকা উত্তর আওয়ামীলীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক আবদুল গাফফার, উত্তর আওয়ামীলীগের কার্যনির্বাহী সদস্য, বাফুফে ও কো-চেয়ারম্যান মো. ইলিয়াস হোসেন, কামরাঙ্গীরচর থানা আওয়ামী লীগের সদ্য সাবেক সভাপতি হাজী মো. আবুল হোসেন সরকার ও সাধারণ সম্পাদক হাজী সোলায়মান মাদবর, সুলতানগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. শাহজাহান, ৫৫ নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব মো. নুরে আলম চৌধুরী, ২৩ নং ওয়ার্ড কাউন্সিলর মো. মকবুল হোসেন, ২৪ নং ওয়ার্ড কাউন্সিলর মোকাদ্দেস হোসেন জাহিদ, ৫৭ নং ওয়ার্ড কাউন্সিলর হাজী মো. সাইদুল ইসলাম মাদবর, ২৫ নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব আনোয়ার ইকবাল সান্টু, সংরক্ষিত-১৯নং ওয়ার্ডের কাউন্সিলর শেফালী আক্তার প্রমুখ।

আরও পড়ুন

×