ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

ডার্ক ওয়েব থেকে শিশু পর্নোগ্রাফি সংগ্রহ করে অনলাইনে বিক্রি

ডার্ক ওয়েব থেকে শিশু পর্নোগ্রাফি সংগ্রহ করে অনলাইনে বিক্রি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১০ নভেম্বর ২০২২ | ১১:২৩ | আপডেট: ১০ নভেম্বর ২০২২ | ১১:২৩

ডার্ক ওয়েব থেকে শিশু পর্নোগ্রাফিসহ বিভিন্ন ধরনের আপত্তিকর ভিডিও সংগ্রহ করত ওরা। এরপর অনলাইনে ক্লাউড স্টোরেজ মেগা ব্যবহার করে অর্থের বিনিময়ে অন্যদের সরবরাহ করত। একই পদ্ধতিতে তারা ভারতেও পর্নোগ্রাফি সরবরাহ করে হুন্ডির মাধ্যমে টাকা এনেছে। ফেসবুক ও টেলিগ্রাম ব্যবহার করে তারা তরুণ ও যুবকদের টার্গেট করে এসব ভিডিও বিক্রি করে আসছিল।

সামাজিক যোগাযোগ মাধ্যমে বিজ্ঞাপন দিয়ে পর্নোগ্রাফি বিক্রির অভিযোগে তিনজনকে গ্রেপ্তারের পর বৃহস্পতিবার এসব তথ্য জানায় পুলিশ। এর আগে পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগ বুধবার ঢাকার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃতরা হলো- আবদুল হালিম, মোজাহিদ ও আবদুল্লাহ। অভিযানে তাদের কাছ থেকে তিনটি মোবাইল ফোন ও ১৪টি সিমকার্ড জব্দ করা হয়।
সিটি-সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগের সাইবার টেরোরিজম ইনভেস্টিগেশন টিম এ অভিযান চালায়। এই টিমের সহকারী কমিশনার আরিফুল হোসেইন তুহিন জানান, অনলাইন মনিটরিংয়ের সময় ফেসবুক ও টেলিগ্রামে শিশু পর্নোগ্রাফির ভিডিও সরবরাহ করা লিংক নজরে আসে। তখন এটি নিয়ে কাজ শুরু করে সিটি সাইবার পুলিশ। তথ্যপ্রযুক্তির সহায়তায় ওই আইডি শনাক্ত করে তাদের অবস্থান নিশ্চিত করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে তিনি বলেন, ফেসবুক ও টেলিগ্রাম ব্যবহার করে পর্নোগ্রাফি ভিডিও বিক্রির বিজ্ঞাপন দিয়ে বিভিন্ন শ্রেণির মানুষকে প্রলুব্ধ করতো। তারা বিকাশ, নগদ, রকেট ও উপায় মোবাইল ব্যাংকিং সার্ভিস ব্যবহার করে অর্থ সংগ্র করতো। তাদের মোবাইল ফোনে বিপুল পরিমাণ পর্ণোগ্রাফি ভিডিও কনটেন্ট পাওয়া যায়। তাদের বিরুদ্ধে রমনা মডেল থানায় মামলা হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য তাদের দুই দিনের রিমান্ডে নেওয়া হয়েছে বলে জানান সাইবার পুলিশের এ কর্মকর্তা।

আরও পড়ুন

×