ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

নয়াপল্টনে পুলিশ-বিএনপি সংঘর্ষ, টিয়ারশেল নিক্ষেপ

নয়াপল্টনে পুলিশ-বিএনপি সংঘর্ষ, টিয়ারশেল নিক্ষেপ

টিয়ারশেল নিক্ষেপের পর সাদা ধোঁয়ায় ছেয়ে যায় রাস্তাসহ চারপাশ- সমকাল

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০৭ ডিসেম্বর ২০২২ | ০৩:০৯ | আপডেট: ০৭ ডিসেম্বর ২০২২ | ০৪:২৭

রাজধানীর নয়াপল্টনে পুলিশের সঙ্গে বিএনপির নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় টিয়ারশেল নিক্ষেপ করে পুলিশ।

বুধবার দুপুর পৌনে তিনটার দিকে এ সংঘর্ষ শুরু হয় বলে জানিয়েছেন বিএনপির নেতাকর্মী ও প্রত্যক্ষদর্শীরা।

সংঘর্ষে দলের বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন বলে দাবি করেছে বিএনপি।

প্রত্যক্ষদর্শীরা জানান, সংঘর্ষ শুরুর আগে বিএনপি কার্যালয়ের সামনে নেতাকর্মীরা অবস্থান নিয়ে স্লোগান দিচ্ছিলেন। পুলিশও সেখানে সতর্ক অবস্থানে ছিল। প্রিজন ভ্যান ও  জলকামান ছিল।

আগামী ১০ ডিসেম্বর বিএনপির সমাবেশ ঘিরে কয়েকদিন ধরেই উত্তেজনা বিরাজ করছে। বিএনপি নয়াপল্টনে দলের কার্যালয়ের সামনে এ সমাবেশ করতে চায়। অন্যদিকে সরকার পল্টনে সমাবেশ করতে দিতে নারাজ। সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপিকে এ সমাবেশের অনুমতি দেওয়া হয়েছে। তবে সেখানে সমাবেশ করতে চাইছে না বিএনপি।


আরও পড়ুন

×