নয়াপল্টন থেকে এ্যানী-জুয়েল আটক

ছবি: সমকাল
সাহাদাত হোসেন পরশ ও কামরুল হাসান
প্রকাশ: ০৭ ডিসেম্বর ২০২২ | ০৪:৩২ | আপডেট: ০৭ ডিসেম্বর ২০২২ | ০৬:০৭
বিএনপির প্রচার সম্পাদক ও মিডিয়া সেলের সদস্য সচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানী এবং স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আব্দুল কাদের ভুইয়া জুয়েলকে আটক করেছে পুলিশ। আজ বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে দুজনকে আটক করা হয়।
এর আগে নয়াপল্টনে বুধবার বিকেল পৌনে ৩টার দিকে পুলিশের সঙ্গে বিএনপির নেতাকর্মীদের সংঘর্ষ শুরু হয়। এ সময় টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে পুলিশ। পরে বিএনপি কার্যালয়ে ঢুকে তল্লাশি শুরু করে পুলিশ। এ সময় শহীদ উদ্দীন চৌধুরী এ্যানী এবং আব্দুল কাদের ভুইয়া জুয়েলসহ নেতাকর্মীদের আটক করা হয়।