কলকাতাগামী ট্রেনে আট যাত্রীর কাছে মিলল ৫৫ স্বর্ণবার

জব্দকৃত স্বর্ণের বার। ছবি-সমকাল
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১৪ ডিসেম্বর ২০২২ | ০৮:২৬ | আপডেট: ১৪ ডিসেম্বর ২০২২ | ০৮:২৬
রাজধানীতে ঢাকা-কলকাতাগামী মৈত্রী এক্সপ্রেস ট্রেনে অভিযান চালিয়ে বুধবার সাড়ে ছয় কেজি ওজনের ৫৫ স্বর্ণবারসহ আটজনকে আটক করেছে শুল্ক্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। তল্লাশি করে তাদের কাছ থেকে এসব স্বর্ণবার জব্দ করা হয়। যার বাজারমূল্য সাড়ে ৪ কোটি টাকা।
শুল্ক্ক কর্মকর্তারা জানান, ঢাকা ক্যান্টনমেন্ট রেলওয়ে স্টেশনে কলকাতাগামী ট্রেনটিতে অভিযান চালানো হয়। এ সময় আট যাত্রীর গতিবিধি সন্দেহজনক হওয়ায় তাদের শরীর তল্লাশি করে এসব স্বর্ণবার পাওয়া যায়।
শুল্ক্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের উপপরিচালক শাকিল খন্দকার সমকালকে জানান, আজ সকাল সাড়ে ৬টায় ওই ট্রেনে অভিযান চলে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, তারা মূলত স্বর্ণ পাচারকারী চক্রের বাহক।
রাজধানীর তাঁতীবাজারসহ বিভিন্ন স্থান থেকে চোরাকারবারি চক্রের দেওয়া অর্থের বিনিময়ে এসব স্বর্ণবার নিয়ে তারা ঢাকা থেকে মৈত্রী ট্রেনে ভারতে যাচ্ছিল। শুল্ক্ক গোয়েন্দা কর্মকর্তারা জানান, মামলা তদন্তে চক্রের হোতাদের শনাক্ত করার দায়িত্ব হচ্ছে পুলিশের।
- বিষয় :
- মৈত্রী এক্সপ্রেস
- স্বর্ণবার
- আটক