বর্ণাঢ্য বিজয় শোভাযাত্রা করল আ'লীগ, নগরজুড়ে তীব্র যানজট

তীব্র যানজটের কারণে বাস থেকে নেমে হেঁটেই গন্তব্যস্থলের উদ্দেশ্যে রওনা দেন অনেকে- সমকাল
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১৭ ডিসেম্বর ২০২২ | ১০:২৫ | আপডেট: ১৭ ডিসেম্বর ২০২২ | ১০:২৭
মহান বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগ আয়োজিত বিজয় শোভাযাত্রা বিকেল পাঁচটার পর শেষ হয়েছে। এক ঘণ্টার বেশি সময়ের এই শোভাযাত্রা কেন্দ্র করে রাজধানীজুড়ে তীব্র যানজট দেখা দেয়। যানজটের কারণে শত শত মানুষকে হেঁটে গন্তব্যের উদ্দেশে যেতে দেখা গেছে।
এ শোভাযাত্রার কারণে শনিবার দুপুর থেকে রাত পর্যন্ত মৎস্য ভবন, জাতীয় প্রেস ক্লাব, কাকরাইল, শাহবাগ, মিরপুর রোডসহ নগরজুড়ে তীব্র যানজট ছিল। শনিবার ছুটির দিনে এই আয়োজন হলেও যানজটে মানুষকে ব্যাপক দুর্ভোগ পোহাতে হয়েছে।
শনিবার বিকেল পৌনে চারটায় শোভাযাত্রাটি শুরু হয়। এতে হাজার হাজার মানুষ অংশ নেন। শোভাযাত্রাটি শাহবাগের ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সামনে থেকে শুরু হয়ে শাহবাগ, এলিফ্যান্ট রোড, সায়েন্স ল্যাব, কলাবাগান ও মিরপুর রোড হয়ে বিকেল পাঁচটার দিকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতিবিজড়িত ধানমন্ডি বত্রিশ নম্বরের ঐতিহাসিক বঙ্গবন্ধু ভবন প্রাঙ্গণে শেষ হয়। বিকেল ৫টার দিকে শোভাযাত্রা বঙ্গবন্ধু ভবনের সামনে পৌঁছনোর পরও শোভাযাত্রার শেষভাগ এলিফ্যান্ট রোডে অবস্থান করছিল।

বিজয় শোভাযাত্রায় অংশ নিতে সকাল থেকেই ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সামনে জড়ো হতে থাকেন আওয়ামী লীগের নেতা-কর্মীরা। দুপুর একটার দিকেই শাহবাগসহ আশপাশের এলাকায় যানজট শুরু হয়ে যায়। পৌনে দুইটার দিকে শাহবাগ থেকে মৎস্য ভবনের সড়ক শোভাযাত্রায় অংশ নেওয়া মানুষের কারণে বন্ধ হয়ে যায়।
বিকেল পৌনে চারটার দিকে শোভাযাত্রা শুরু হয়ে যেসব এলাকা দিয়ে গেছে, সেসব এলাকার রাস্তাও বন্ধ হয়ে যায়। এর প্রভাব পড়ে অন্যান্য সড়কেও। দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত শোভাযাত্রাকে কেন্দ্র করে পুরো রাজধানীতে তীব্র যানজট তৈরি হয়।

রাজধানীর কল্যাণপুরে বসবাসকারী বেসরকারি চাকরিজীবী মশিউর রহমান বলেন, তিনি বিকেল তিনটার দিকে অফিসের কাজে কল্যাণপুর থেকে রাজধানীর তেজগাঁ ইন্ডাস্ট্রিয়াল এলাকায় যাওয়ার জন্য বের হন। অন্যান্য দিন সড়কে তীব্র যানজট থাকলেও সর্বোচ্চ এক ঘণ্টা সময় লাগে তার। কিন্তু আজ বাসে করে তার কল্যাণপুর থেকে তেজগাঁ পৌঁছাতে প্রায় দুই ঘণ্টা সময় লেগেছে।
একই কথা বলেন রাজধানীর মোহাম্মদপুরে বসবাসকারী ইয়াজিম পলাশ। শনিবার বিকেলে বাসে করে মোহাম্মদপুর থেকে ফার্মগেট পৌঁছাতে তার প্রায় দেড় ঘণ্টা সময় লেগেছে বলে সমকালকে জানান পলাশ।
এদিকে রাজধানীর খিলক্ষেত থেকে সাত রাস্তাগামী বেসরকারি চাকরিজীবী আলম কাদীর বলেন, তীব্র যানজটের কারণে খিলক্ষেত থেকে হেঁটে গন্তব্যস্থলে আসতে বাধ্য হয়েছি।
- বিষয় :
- বিজয় দিবস
- বিজয় শোভাযাত্রা
- তীব্র যানজট
- যানজট