আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ে ঢাকায় আনন্দ মিছিল

রাজধানীর মগবাজার মোড়ে আনন্দ মিছিল। ছবি- সমকাল।
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৮ ডিসেম্বর ২০২২ | ১৩:০৯ | আপডেট: ১৮ ডিসেম্বর ২০২২ | ১৩:৪৪
৩৬ বছর পর আবারও বিশ্ব চ্যাম্পিয়ন হলো আর্জেন্টিনা। নির্ধারিত সময়ে ২-২ গোলে সমতা, অতিরিক্ত সময়ে ৩-৩। এরপর টাইব্রেকার রোমাঞ্চ ছাড়িয়ে ৪-২ গোলে ফ্রান্সকে হারিয়ে তৃতীয় বারের মতো বিশ্বকাপ চ্যাম্পিয়ন আকাশি-সাদারা।
বিশ্বকাপ জয়ের আনন্দে বাংলাদেশের আর্জেন্টিনা সমর্থকরা মিছিল করছেন রাজধানী ঢাকায়। রোববার দিনগত মধ্যরাতে ঢাকার বিভিন্ন স্থানে মিছিল করেছেন লিওনেল মেসিপ্রেমীরা।
‘আর্জেন্টিনা... আর্জেন্টিনা, মেসি... মেসি, বাংলাদেশ... বাংলাদেশ’ স্লোগানে মুখরিত হয়ে ওঠে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা, মগবাজার, বেইলি রোড, মিরপুর, উত্তরা, যাত্রাবাড়ীসহ রাজধানীর বিভিন্ন এলাকার অলিগলি ও সড়ক।

মগবাজার মোড়ে মিছিলে ছিলেন মেসিভক্ত ওবায়েদ। তিনি সমকালকে বলেন, আমি যদিও ফ্রান্সের সাপোর্টার কিন্তু মেসির জাদুতে মুগ্ধ। ফুটবলের সৌন্দর্যে যে ঘোর তিনি সৃষ্টি করেছেন তা অতুলনীয়। তাই তার নামে জয়ধ্বনি দিতে পথে নেমেছি।
ধানমন্ডির বাসিন্দা আর্জেন্টিনার সাপোর্টার রাকিব হাসান বলেন, মেসি কাপ না পেলে এটি বড় আফসোসের কারণ হতো। দারুণ একটি ম্যাচে আর্জেন্টিনার এই জয় অবিস্মরণীয়। মেসি সেরাদের সেরা। আমি আনন্দে আত্মহারা। মেসি হাজার বছর বাঁচুক।
মিরপুর সনি সিনেমার গলিতে মিছিলের ভিড়ে ছিলেন সানি কাব্য। তিনি ব্রাজিল সাপোর্টার। সমকালকে বলেন, আমি ব্রাজিলের সাপোর্টার। কিন্তু আর্জেন্টিনা কাপ নেওয়ায় খুশি। কারণ, বাংলাদেশের বেশির ভাগ মানুষ ফুটবলে ব্রাজিল বা আর্জেন্টিনার সাপোর্টার। আমরা (ব্রাজিল) তো আগেই ছিটকে পড়েছি। তাই আর্জেন্টিনার দিকে তাকিয়ে ছিলাম। তারা কাপ নেওয়ায় আমার দেশের মানুষ দারুণ আনন্দিত।
(প্রতিবেদন তৈরিতে ছবি ও তথ্য দিয়ে সাহায্য করেছেন লতিফুল ইসলাম ও হাসনাত কাদীর।)