ডিএসসিসির তিন কর্মকর্তা-কর্মচারী চাকরিচ্যুত

সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০২ জানুয়ারি ২০২৩ | ১৩:০৯ | আপডেট: ০২ জানুয়ারি ২০২৩ | ১৩:০৯
অনিয়ম ও দুর্নীতির অভিযোগে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) তিন কর্মকর্তা-কর্মচারীকে চাকরিচ্যুত করা হয়েছে।
আজ সোমবার ডিএসসিসির সচিব আকরামুজ্জামান স্বাক্ষরিত পৃথক তিনটি অফিস আদেশে এ কর্মকর্তাদের চাকরি থেকে অপসারণ করা হয়।
তারা হলেন- ডিএসসিসির অঞ্চল-১ এর উপ-করকর্মকর্তা রবিউল করিম খান, ঢাকা মহানগর শিশু হাসপাতালের স্টোর কিপার রুহুল আলম এবং অঞ্চল-৪-এর রেন্ট অ্যাসিসটেন্ট মোহাম্মদ রমজান আলী।
দীর্ঘদিন ধরে তাদের বিরুদ্ধে নানা-অনিয়ম ও দুর্নীতির অভিযোগ রয়েছে।
- বিষয় :
- দুর্নীতি
- ডিএসসিসি
- চাকরিচ্যুত