ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

রাজধানীর বিভিন্ন সড়কে দিনভর তীব্র যানজট, ভোগান্তি

রাজধানীর বিভিন্ন সড়কে দিনভর তীব্র যানজট, ভোগান্তি

রাজধানীর আসাদগেট এলাকায় তীব্র জানজটে স্থবির হয়ে আছে যানবাহন। বৃহস্পতিবার সন্ধ্যায় তোলা ছবি- রাকিব হাসান

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১২ জানুয়ারি ২০২৩ | ১৩:০৮ | আপডেট: ১২ জানুয়ারি ২০২৩ | ১৩:১০

রাজধানীর বিভিন্ন সড়কে তীব্র যানজটে ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। বৃহস্পতিবার সকাল থেকেই রাজধানীর উত্তরা, বিমানবন্দর সড়ক, বনানী, ধানমন্ডি, আসাদগেট ও মিরপুরের কয়েকটি সড়কে তীব্র যানজট দেখা গেছে। সারাদিন শেষে সন্ধ্যায়ও যানজট কমেনি রাজধানীর অনেক সড়কে।

সন্ধ্যায় রাজধানীর মোহাম্মদপুর থেকে তেজগাঁও আসতে গিয়ে যানজটে পড়েন জহির উদ্দিন বাবর। তিনি বলেন, মোহাম্মদপুর বাসস্ট্যান্ডে তীব্র যানজট। মনে হচ্ছে কোনো গাড়ি নড়ছে না। তারপর আসাদগেট এলাকায় এসে দেখি আরও যানজট। ২০-২৫ মিনিট ধরে বাসের মধ্যে এই সিগনালটিতে দাঁড়িয়ে আছি। কতক্ষণ লাগবে গন্তব্যে যেতে জানি না।

ফার্মগেট এলাকা থেকে গুলিস্তান যাচ্ছেন মারিয়া তাবাসসুম। তিনি সমকালকে বলেন, রাস্তায় তীব্র যানজট দেখে বাসে না গিয়ে বেশি টাকা দিয়ে রাইড শেয়ারিং অ্যাপ থেকে মোটরসাইকেল ভাড়া করলাম। ২০ মিনিট ধরে বাংলামোটর আসতে পেরেছি। মোটরসাইকেলে উঠেও যে এত সময় লাগবে গন্তব্যে যেতে সেটা আগে বুঝতে পারিনি।

মোহাম্মদপুর থেকে ডেমরা স্টাফ কোয়ার্টারগামী স্বাধীন বাসের চালক মমিন মিয়া সমকালকে বলেন, অন্যদিনের তুলনায় সড়কে যানজট বেশি। মানুষ বাস থেকে নেমে হেঁটে রওনা দিচ্ছেন। আবার আমাদের বাস সিগনালে আটকে থাকায় তেল বেশি খরচ হচ্ছে।

এদিকে রাজধানীর উত্তরা, বিমানবন্দর সড়ক ও বনানীতে আজ সকাল থেকে তীব্র যানজট দেখা গেছে। ধানমন্ডি ২৭ নম্বরে মিরপুর রোডেও যানজট রয়েছে।

উত্তরা ট্রাফিক বিভাগের উত্তরা পূর্ব জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) মো. রফিকুল ইসলাম বলেন, বিশ্ব ইজতেমায় যোগ দিতে দলে দলে মানুষ গাজীপুরের টঙ্গীতে আসছেন, এর প্রভাব পড়েছে রাজধানীর সব সড়কে।

আরও পড়ুন

×