সদরঘাটে লঞ্চের ভেতরে ক্যান্টিন বয়কে কুপিয়ে হত্যা

ফাইল ছবি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১৮ অক্টোবর ২০১৯ | ০১:১০ | আপডেট: ১৩ নভেম্বর ২০১৯ | ১০:৪১
রাজধানীর সদরঘাটে এমভি কীর্তনখোলা-২ নামের একটি লঞ্চের ক্যান্টিন মালিক তার এক কর্মচারীকে বটি দিয়ে কুপিয়ে হত্যা করেছে। নিহতের নাম মো. রুবেল (২৩)। শুক্রবার বেলা পৌনে ১১টার দিকে সদরঘাটের এক নম্বর পন্টুনে ভেড়ানো ওই লঞ্চের ভেতরে এ ঘটনা ঘটে।
লঞ্চটির স্টাফদের বরাত দিয়ে সদরঘাট পুলিশ ফাঁড়ির এসআই এনামুল হক জানান, ডেকের ক্যান্টিন মালিক ইয়ামিন বটি দিয়ে রুবেলকে কুপিয়ে হত্যা করে। তারপর লঞ্চের পেছন দিক দিয়ে অন্য লঞ্চ হয়ে পালিয়ে যায়। এ হত্যার ঘটনা তদন্ত ও ক্যান্টিন মালিককে আটকের চেষ্টা চলছে।
এমভি কীর্তনখোলা-২ লঞ্চটি বৃহস্পতিবার রাতে বরিশাল থেকে ছেড়ে এসে শুক্রবার ভোরে সদরঘাটে পৌঁছায়।
- বিষয় :
- কুপিয়ে হত্যা
- সদরঘাট
- লঞ্চ