ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

রাজধানীতে দরজা আটকে ‘যাত্রীদের মারধর’ করলেন বাসচালক

রাজধানীতে দরজা আটকে ‘যাত্রীদের মারধর’ করলেন বাসচালক

প্রতীকী ছবি।

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১৯ জানুয়ারি ২০২৩ | ০৬:২০ | আপডেট: ১৯ জানুয়ারি ২০২৩ | ০৬:২১

রাজধানীর মিরপুরে বাসের দরজা বন্ধ করে দিয়ে যাত্রীদের মারধরের অভিযোগ পাওয়া গেছে এক চালক ও সহকারীর বিরুদ্ধে। এ ঘটনায় জরুরি সেবার নম্বর ৯৯৯ থেকে ফোন পেয়ে চালককে আটক করেছে পুলিশ। তবে তার সহকারী পালিয়ে গেছেন। 

পল্লবী থানার ওসি মো. পারভেজ ইসলাম জানান, বুধবার রাতে মিরপুর ১১ নম্বর থেকে জনি (৩০) নামের ওই বাসচালককে আটক করা হয়। তাকে জনতা আটকে রেখেছিল।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ওসি বলেন, বুধবার রাত ৯টার দিকে মিরপুর ১০ নম্বর থেকে যাত্রী নিয়ে প্রজাপতি পরিবহনের বাসটি মিরপুর ১২ নম্বরের উদ্দেশ্যে রওয়ানা দেয়। মিরপুর ১১ নম্বর বাসস্ট্যান্ডে একজন যাত্রী নামতে চাইলে চালক জনি অকথ্য ভাষায় গালাগাল করতে থাকেন। একজন যাত্রী প্রতিবাদ করায় জনি চালকের আসন থেকে উঠে ওই যাত্রীকে চড় মারে। অন্য যাত্রীরা প্রতিবাদ করলে জনি বাসের গেট লাগিয়ে যাত্রীদের পেটাতে থাকেন। 

ওসি পারভেজ ইসলাম বলেন, জনির সহকারীও মারামারিতে যোগ দেয়। তবে সে পালিয়ে গেছে। মালিক বাসটি নিয়ে গেছেন। এ ঘটনায় এখনো থানায় এসে কেউ লিখিত অভিযোগ করেনি। আমরা অপেক্ষা করব ভুক্তভোগীদের কেউ আসে কিনা। তারপর ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন

×