ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

হাতিরঝিল থেকে যুবকের লাশ উদ্ধার

হাতিরঝিল থেকে যুবকের লাশ উদ্ধার

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২৪ জানুয়ারি ২০২৩ | ০৫:৫৭ | আপডেট: ২৪ জানুয়ারি ২০২৩ | ০৬:০৩

রাজধানীর হাতিরঝিল থেকে অজ্ঞাতপরিচয় এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। তার বয়স আনুমানিক ৩৫ বছর। মঙ্গলবার সকাল ৬টার দিকে তার লাশ উদ্ধার করে পুলিশ।

পুলিশের তেজগাঁও শিল্পাঞ্চল জোনের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) হাফিজ বলেন, হাতিরঝিল মধুবাগ ব্রিজ থেকে মগবাজারে যাওয়ার পথে আমবাগান এলাকার উল্টো পাশের লেকে এক যুবকের লাশ ভাসতে দেখে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেন। পরে লাশ উদ্ধার করা হয়। লাশের পরনে একটি প্যান্ট ছিল। ওই যুবকের পরিচয় জানার চেষ্টা চলছে।

তিনি আরও বলেন, ওই যুবকের শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। কি কারণে তার মৃত্যু হয়েছে, সেটি তদন্ত করে দেখা হচ্ছে।

হাতিরঝিল থানার এসআই ফয়সাল রেজা সমকালকে বলেন, ভোর ৬ টার দিকে হাতিরঝিলের পাগলা মাজার সংলগ্ন পানি থেকে অজ্ঞাত মরদেহটি উদ্ধার করা হয়েছে। মরদেহ মর্গে রয়েছে। ফিঙ্গারপ্রিন্ট থেকে মরদেহের পরিচয় শনাক্ত করা হচ্ছে।


আরও পড়ুন

×