ইউনাইটেড হাসপাতালের ভুল চিকিৎসায় মার্কিন নাগরিকের মৃত্যুর অভিযোগ

ঢাকা রিপোর্টার্স ইউনিটির নসরুল হামিদ মিলনায়তনে তালা এলহেনদি। ছবি-সমকাল
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ৩০ জানুয়ারি ২০২৩ | ০৮:০৬ | আপডেট: ৩১ জানুয়ারি ২০২৩ | ১৩:০২
ইউনাইটেড হাসপাতালের ভুল চিকিৎসায় মার্কিন নাগরিক পাইলট মোহাম্মদ ইউসুফ হাসান আল হিন্দি মারা গেছেন বলে অভিযোগ করেছেন তার বোন তালা এলহেনদি।
সোমবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির নসরুল হামিদ মিলনায়তনে দুপুর ১২টায় এক সংবাদ সম্মেলনে তিনি এমন অভিযোগ করেন।
তিনি বলেন, মোহাম্মদ ইউসুফ হাসান আল হিন্দি গালফ এয়ারের একজন পাইলট। তিনি একই সঙ্গে জর্ডান ও যুক্তরাষ্ট্রের নাগরিক ছিলেন। ফ্লাইট নিয়ে বাংলাদেশে আসার পর তিনি অসুস্থ হলে তাকে ঢাকার ইউনাইটেড হাসপাতালে ভর্তি করানো হয়। আর সেখানে ভুল চিকিৎসা করানো হলে তিনি মারা যান।
জানা যায়, এই বিষয়ে স্বাস্থ্য অধিদপ্তর বা বিএমডিসিতে কোনো লিখিত অভিযোগ করা হয়নি। তবে তারা মামলার প্রস্তুতি নিচ্ছেন। এমনকি গালফ এয়ারের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে পারেন।
উল্লেখ্য, ২০২২ সালের ১৪ ডিসেম্বর ওই পাইলটের মৃত্যু হয়। আর পাইলটের মৃত্যুর ৪৬ দিন পর ভুল চিকিৎসার অভিযোগ তুলে সংবাদ সম্মেলনে করল তার বোন।
এদিকে ইউনাইটেড হাসপাতালের জনসংযোগ ব্যবস্থাপক আরিফুল হক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে অবহেলার অভিযোগ অস্বীকার করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, একজন ভদ্রমহিলা ইউসুফ আল হিন্দির বোন পরিচয় দিয়ে ভিডিও ফুটেজ ও মেডিকেল রেকর্ড দেখতে চান। তাকে সম্পর্কের প্রমাণসহ আবেদন করতে বলা হয়। তবে পরে তিনি আর কোনো যোগাযোগ করেননি।